More

Social Media

Light
Dark

সাবেকের পাশে বর্তমান

ভারতীয় ক্রিকেট বোর্ডে লেগেছে পরিবর্তনের হাওয়া। সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর জায়গায় এসেছেন রজার বিনি। ভারতীয় ক্রিকেটকে পরিবর্তনের রূপকার থেকে সভাপতির ব্যাটন এখন ১৯৮৩ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কের হাতে। বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর সভাপতি নির্বাচনের সময় অভ্যন্তরীণ কোন্দলের কথা শোনা গেলেও বাস্তবে দেখা মিললো ভিন্ন এক চিত্রের।

সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীকে প্রশংসার বৃষ্টিতে ভেজালেন ভারতীয় বোর্ডের বর্তমান প্রধান রজার বিনি। সদ্য অভিষেক হওয়া বিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘ক্রিকেটার হিসেবে ও ক্রিকেট প্রশাসক সৌরভ গাঙ্গুলী ভারতের ক্রিকেটের চেহারা বদলে দিয়েছেন।’

ভারতীয় ক্রিকেটে ‘প্রিন্স অফ কলকাতা’র অবদানের কথা সবারই জানা। বিসিসিআইয়ের ৯১তম বার্ষিক সাধারণ সভায় ৩৬তম সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া রজার বিনিও সৌরভের প্রশংসায় মেতে উঠেছেন এবং তিনি কিভাবে ভারতীয় ক্রিকেটে বিপ্লব আনেন তা নিয়ে কথা বলেন।

ads

রজার বিনি বলেন, ‘সৌরভ গাঙ্গুলি অনেক বড় একটি নাম ভারতীয় ক্রিকেটের জন্য। আমরা দেখেছি তিনি যখন অধিনায়ক ছিলেন কিভাবে নতুন খেলোয়াড়দের সাহায্য করেছিলেন, দলে খেলোয়াড়দের জায়গা ধরে রাখার জন্য লড়াই করেছেন। তিনি নতুনদের সুযোগ দিয়েছেন যাতে তারা পরিণত হতে পারে এবং তার কারণেই আমরা দারুন কিছু ক্রিকেটার পেয়েছিলাম।’

ভারতের কর্ণাটকে জন্ম নেওয়া সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য গাঙ্গুলী একজন আইকন। তিনি রাতারাতি আপনার মনোভাব পাল্টে দিতে পারেন। তিনি যদি সামান্যতম সময়েও কথা বলেন এটি অবশ্যই আপনাকে, আপনার ভাবনাকে প্রভাবিত করতে বাধ্য।’

এসময় তাকে ২০০৩ বিশ্বকাপ ফাইনালে দুর্ভাগ্যজনক হার নিয়েও কথা বলতে দেখা যায়। তিনি বলেন, ‘২০০৩ সালের বিশ্বকাপে তার অধিনায়কত্বে দারুন খেলছিল দল। তবে দুর্ভাগ্যজনকভাবে ফাইনালে আমরা অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হই।’

রজার বিনি ও সৌরভ গাঙ্গুলি উভয়েই ভারতের সাবেক ক্রিকেটার। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য রজার বিনি। ওই বিশ্বকাপে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।

অপরদিকে সৌরভ গাঙ্গুলি ছিলেন ভারতীয় দলকে পাল্টে দিয়ে ভারতের আধুনিক ক্রিকেটের রূপকার। তিনি ভারতের অন্যতম সফল ব্যাটার ও অন্যতম সফল টেস্ট অধিনায়ক ছিলেন। বিসিসিআইয়ের দায়িত্ব গ্রহণের আগে উভয়েই নিজ নিজ রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link