More

Social Media

Light
Dark

বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে ক্রিকেটের এ বৈশ্বিক আসর শুরুর আর ১০০ দিনও বাকি নেই। এরই মধ্যে আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত সূচি ও ভেন্যু ঘোষণা করেছে আইসিসি।

ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। স্বাভাবিকভাবে আলোচনা হচ্ছেও প্রবল। আলোচনার মিছিলে যোগ দিচ্ছেন সাবেক ক্রিকেট গ্রেটরাও। অনেকেই বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন সমীকরণ মেলাতে শুরু করেছেন। সম্ভাব্য সেমিফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী দিচ্ছেন অনেকে।

সেই ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপে কোন চার দল সেমিফাইনাল খেলতে পারে, তা নিয়ে সম্প্রতি নিজের মতামত জানিয়েছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির।

ads

আমির অবশ্য চারটি নয়, পাঁচটি দল বেছে নিয়েছেন। তাঁর মতে, আসন্ন বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান।

সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘কোন সন্দেহ ছাড়াই ভারত সেমিতে খেলবে। কারণ কন্ডিশন তাদের পক্ষে।  এরপর ইংল্যান্ড ফেবারিট। নিউজিল্যান্ড অনেক আন্ডাররেটেড একটা দল। অনেকেই তাদের বিবেচনা করে না। তবে আমার মনে হয় তারা সেমিতে খেলার মতো দল। সেমির চার দলের মধ্যে বাকি একটি জায়গার জন্য আমি দুটি দলকে বেছে নিব। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া অথবা পাকিস্তানের মধ্যে একটি দল শেষ চারে খেলতে পারে।’

বিশ্বকাপে পাকিস্তান দল কেমন করবে সেটি নিয়েও এ সাক্ষাৎকারে নিজের মতামত ব্যক্ত করেছেন আমির। তিনি বলেন, ‘এটি মূলত নির্ভর করছে বোলারদের উপরে। বৈশ্বিক আসরে পাকিস্তান বরাবরই ধীর গতিতে শুরু করে। তবে বর্তমানে পাকিস্তানের অবস্থা সুবিধাজনক।’

‘এমনকি ইংল্যান্ডের চেয়েও আমরা এখন ভাল অবস্থায় আছি। আমাদের এমন ব্যাটিং লাইনআপ রয়েছে যারা ৩০০-৩৫০ রান তাড়া করার সামর্থ্য রাখে। কিন্তু আমাদের বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আর এ জন্যই আমি বলেছি পাকিস্তানের শেষ চারে খেলার সুযোগ ও সক্ষমতা দুটোই আছে।’, যোগ করেন তিনি।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link