More

Social Media

Light
Dark

ভারতীয় ক্রিকেটের ‘বিদেশি’রা

একটা দেশের ঘরোয়া ক্রিকেট তাঁদের ক্রিকেটের মূল স্তম্ভ।

ঘরোয়া ক্রিকেটের মান যত উন্নত হবে তত ভালো ক্রিকেটাররা উঠে আসবে জাতীয় দলের জন্য। পাইপলাইনও তত বেশি শক্তিশালী হবে। এই সময়ে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটে।

ভারতের ঘরোয়া ক্রিকেট তাঁদের প্রচুর আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি করে দিচ্ছে। ওদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে এখন বিশ্বের নানা ক্রিকেটারই ভারতে যায়। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাদে ভারতের অন্য ঘরোয়া টুর্নামেন্টও খেলতে গিয়েছিল কয়েকজন বিদেশি ক্রিকেটার। তাঁদের নিয়েই এই আয়োজন।

ads
  • কবির আলী (ইংল্যান্ড)

কবির আলী ইংল্যান্ডের সাবেক পেস বোলার। ইংলিশ এই পেসার ২০০৬-০৭ মৌসুমে ভারতে এসেছিলেন ঘরোয়া ক্রিকেট খেলতে। সেই বছর রাজস্থানের হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন এই পেসার। রাজস্থানের হয়ে মোট ২টি ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে তিনি চারটি উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও করেছিলেন ৭২ রান।

  • বিক্রম সোলানকি (ইংল্যান্ড)

ইংল্যান্ডের আরেকজন ক্রিকেটার যিনি ভারতের ঘরোয়া ক্রিকেট খেলতে এসেছিলেন। ইংল্যান্ডের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছিলেন এই ব্যাটসম্যান। ২০০৬-০৭ মৌসুমে তিনিও খেলেছিলেন রাজস্থানের হয়ে। পাঁচ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৫৯ রান।

  • নয়ন দোশি (ইংল্যান্ড)

ভারতের সাবেক ক্রিকেটার দীলিপ দোশির ছেলে নয়ন দোশি। যদিও নয়ন একজন ইংল্যান্ডের ক্রিকেটার। তবে ২০০১-২০০৫ সালে ভারতের ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন তিনি। ২০২১ সালের আইপিএল নিলামে নাম উঠেছিল এই ক্রিকেটারের।

  • এনামুল হক জুনিয়র (বাংলাদেশ)

২০০৮ সালে বিসিসিআই স্টেট দলগুলোকে একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর অনুমতি দেয়। তবে বিদেশি সেই ক্রিকেটারকে অবশ্যই ১০ টেস্ট ও ২০ টি সাদা বলের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। মহারাষ্ট্র তাই বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার এনামুল হক জুনিয়রকে নিয়ে গিয়েছিল তাঁদের হয়ে খেলার জন্য। তিনিই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি ভারতের ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে সুযোগ পান।

  • মরিস রবিনসন (আয়ারল্যান্ড)

১৯২১ সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন মরিস রবিনসন। সব মিলিয়ে ৮৩ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন তিনি। এরমধ্যে ভারতের ঘরোয়া ক্রিকেটও খেলেছিলেন রবিনসন। হায়দ্রাবাদের হয়ে খেলতে এসেছিলেন তিনি। খেলেন মাদ্রাজের হয়ে। তবে, তিনি বেশি পরিচিত কাউন্টি দল ওয়ারউইকশায়ারের ক্রিকেটার হিসেবে।

  • চেস্টার ওয়াটসন (ওয়েস্ট ইন্ডিজ)

ওয়েস্ট ইন্ডিজের এই পেস বোলার ভারতের ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন দিল্লীর হয়ে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ৭ টি টেস্ট খেলেছিলেন তিনি। সেখানে তাঁর ঝুলিতে আছে ১৯ উইকেট। তবে, আন্তর্জাতিক অঙ্গনে তিনি মোটেও পরিচিত মুখ নন।

  • ডেনিস কম্পটন (ইংল্যান্ড)

ডেনিস কম্পটন ইংল্যান্ডের হয়ে মোট ৭৮ টি টেস্ট ম্যাচ খেলেছেন। ডানহাতি এই ব্যাটসম্যান বাঁ-হাতে স্পিনও করতেন। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে তাঁর ঝুলিতে আছে ৫ হাজারের বেশি রান। ক্রিকেটের ইতিহাসের বিরাট এক কিংবদন্তি তিনি। তিনিও ভারতের ঘরোয়া ক্রিকেটে নাম লিখিয়েছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কম্পটনের পোস্টিং ছিল ভারতে। তখন তিনি সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি সাপেক্ষে হোলকারের হয়ে রঞ্জি দলের হয়ে মাঠে নেমে পড়েন। সেই সময় অস্ট্রেলিয়া সার্ভিসের বিপক্ষে একটা প্রীতি ম্যাচও খেলেন, যেখানে তাঁর প্রতিপক্ষ ছিলেন স্বয়ং কিথ মিলার।

  • তন্ময় মিশ্র (কেনিয়া)

তিনি মূলত ভারতেরই মানুষ। তবে, আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন কেনিয়ার হয়ে। ২০০৬ সালে কেনিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। কেনিয়ার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ তিনি খেলেন ২০১৩ সালে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে একটা ম্যাচ খেলেন। তন্ময় অবশ্য এখন ভারতেই থাকেন। ত্রিপুরা দলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেন।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link