More

Social Media

Light
Dark

অফ ফর্ম, শঙ্কায় রোহিত-বিরাট

মাঠের ফলাফল খুব একটা খারাপ হচ্ছে ভারতের। সর্বশেষ বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ হারলেও টেস্ট সিরিজ জিতে নিয়েছে দাপটের সাথেই। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই খর্ব শক্তির দল নিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছিল টিম ইন্ডিয়া। তবে ভারতের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলদের মত সিনিয়র ক্রিকেটারদের অফ ফর্ম।

তাই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে নজর থাকবে রোহিত শর্মা আর বিরাট কোহলির দিকে। শুধু ভক্ত-সমর্থক নয়, নির্বাচকদেরও আলাদা ভাবতে হবে এই তারকাদের নিয়ে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সম্প্রতি চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটির আয়ুষ্কাল আরও কয়েক দিন বৃদ্ধি করেছে। রঞ্জি ট্রফির ম্যাচ দেখার দায়িত্ব দিয়ে জাতীয় নির্বাচকদের দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়েছে বিসিসিআই। কমিটির চেয়ারম্যান চেতন শর্মা ছাড়াও সুনীল যোশি, দেবাশিস মোহান্তি এবং হরবিন্দর সিংকে মঙ্গলবার থেকে শুরু হওয়া তৃতীয় রাউন্ডের রঞ্জি ম্যাচগুলো পরিদর্শন করতে বলা হয়েছে৷

ads

এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় যে, বিদায়ের নিকটবর্তী এই প্যানেল শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজের জন্য স্কোয়াড বাছাই করবেন। এই কমিটির বৈঠক আগামী মঙ্গলবারই অনুষ্ঠিত হবে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দল ঘোষণা করা হবে বলে প্রত্যাশা করা যায়।

আর এই দল ঘোষণার মূল আকর্ষণ দুই সিনিয়র — রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতের বর্তমান অধিনায়কের আঙুলের চোট এখনোৃপুরোপুরি সেরে ওঠেনি, তাই তাঁকে আরও বিশ্রাম দিতে হবে। আবার এটাও জানা গিয়েছে যে বিরাট কোহলি টি-টোয়েন্টির জন্য বিরতি চেয়েছেন। বিশ্রাম বা বিরতি যাইহোক, বিরাটের এই চাওয়া নির্বাচকদের কাজ সহজ করে দিয়েছে।

কারণ এই ব্যাটারের জায়গায় টি-টোয়েন্টির জন্য নতুন খেলোয়াড়দের চেষ্টা করতে পারবে টিম ম্যানেজম্যান্ট। আর সেটিই এখন বিসিসিআইয়ের প্রধান ইচ্ছে। পাইপলাইনে থাকা এক ঝাঁক তরুণদের আন্তর্জাতিক মঞ্চে যাচাই করে নিতে পারলেই ভবিষ্যৎ সুন্দর হবে ভারতের।

খুব সম্ভবত নির্বাচকরা এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আরো একটি খর্ব শক্তির দল তৈরি করবেন যেখানে হয়তো হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের দায়িত্ব দেয়া হবে। সেই সাথে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা। আবার উদীয়মান যশ ধুলের দিকেও নজর থাকবেন। রোহিত এবং কোহলি দুজনেই অবশ্য ওয়ানডে সিরিজ দিয়ে খেলায় ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

বিসিসিআই-এর পক্ষ থেকে নির্বাচকদের রঞ্জি ট্রফি দেখার বিজ্ঞপ্তিটি ২৬ তারিখ রাতে পাঠানো হয়েছিল। তাই রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচগুলো হয়তো তৃতীয় দিন থেকে সরাসরি দেখতে পারবেন চেতন শর্মারা। এদের মধ্যে সুনীল যোশী হায়দ্রাবাদে যাবেন, মোহান্তি মুম্বাই-সৌরাষ্ট্র খেলার জন্য মুম্বাই পৌঁছাবেন। অন্যদিকে চেয়ারম্যান চেতন শর্মা এবং হরবিন্দর সিংয়ের গন্তব্য রাজধানী দিল্লি। দেশের বিভিন্ন প্রান্তে থাকা নির্বাচকদের সন্ধ্যার পরে হয়তো অনলাইনে মিটিং অনুষ্ঠিত হবে।

আর এরপরই জানা যাবে শ্রীলঙ্কার বিপক্ষে কারা থাকছেন ভারতের দলে। তবে এটা নিশ্চিত যে তারুণ্যের শক্তিকেই প্রাধান্য দিতে যাচ্ছে টিম ইন্ডিয়া। দলটির তুলনামূলক তরুণ খেলোয়াড়রা যেভাবে পারফর্ম করছে, তাতে আরো একবার উদীয়মান শক্তির উপর ভরসা করতে সংশয় থাকার কথা নয় কারোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link