More

Social Media

Light
Dark

এক নয়, পাঁচ টেন্ডুলকার

২৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। ক্যারিয়ারে এমন এমন অর্জন করেছেন শচীন যাতে তাঁর নামটাই অমরত্ব লাভ করেছে। ভারতীয়রা তো ‘ক্রিকেট ঈশ্বর’ মানেন তাদের শচীনকে। সেই শচীন পুত্র অর্জুনেরও আইপিএলে অভিষেক হলো গতকাল। নিজের নামের পাশে টেন্ডুলকার নাম থাকাটা যে কতটা সম্মান ও চাপের তা নিশ্চই অর্জুন বুঝে গেছেন এতদিনে।

বছর খানেক আগে স্বীকৃত ক্রিকেটে অভিষেক হলেও বড় মঞ্চে এবারই প্রথম ম্যাচ খেলার সুযোগ মিলল অর্জুন টেন্ডুলকারের। তবে বাবা শচীন কিংবা পুত্র অর্জুনই শুধু টেন্ডুলকার নামে খেলেছেন এমনটা নয়। ক্রিকেট ঈশ্বর ও তাঁর পুত্র সহ টেন্ডুলকার নামক মোট পাঁচ ক্রিকেটার ক্রিকেট খেলেছেন।

  • চন্দ্রনাথ টেন্ডুলকার

শচীন আন্তর্জাতিক ক্রিকেটে আসারও আগে ভারতীয় ক্রিকেটে খেলেছেন চন্দ্রনাথ টেন্ডুলকার। ১৯৮৫-৮৬ মৌসুমে ভারতের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় মহারাষ্ট্রের এই ক্রিকেটারের। প্রথম শ্রেণির ক্রিকেটে গোয়ার হয়ে পাঁচটি ম্যাচ খেলছেন চন্দ্রনাথ টেন্ডুলকার। সেই পাঁচ ম্যাচে পারফর্ম করতে না পারায় খুব বেশি বড় হয়নি চন্দ্রনাথের ক্যারিয়ার।

ads

  • পিত্ত টেন্ডুলকার

ভারতীয় ক্রিকেটে এখন অবস্থাটা এমন যে টেন্ডুলকার নামে কেউ ক্রিকেটে এলেই মনে করা হয় শচীনের পরিবারের সদস্য। তবে পিত্ত টেন্ডুলকার শচীনের পরিবারের কেউ নন। ২০০৫ সালে জন্ম নেয়া পিত্ত খেলেন ভারতের ঘরোয়া ক্রিকেটে ভিজাগ ওয়ারিয়র্সের হয়ে।

  • এসকে টেন্ডুলকার

টেন্ডুলকার নামে ভারতীয় ক্রিকেটে খেলা আরেক ক্রিকেটার হলেন এসকে টেন্ডুলকার। তামিলনাড়ুর জুনিয়র দলের হয়ে খেলা এসকেও খুব একটা নাম করতে পারেননি ক্রিকেটে। তবে, এই নারী ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার মেয়েদের জাতীয় দলের বিপক্ষে একটা অনুশীলন ম্যাচ খেলেন ২০১৬ সালে।

  • অর্জুন টেন্ডুলকার

অর্জুনকে নতুন ভাবে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। শচীনের পুত্র হিসেবে জন্মের পর থেকেই ছিলেন লাইমলাইটে। যখন ক্রিকেটে আসার সিদ্ধান্ত নিলেন অর্জুন তখন সারা ভারতের চোখ ছিলো অর্জুনের দিকে। ২৩ বছর বয়সী অর্জুনের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় গত বছর। এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে সাত ম্যাচ খেলে ১২ উইকেট পেয়েছেন এই বাঁ-হাতি পেসার।

লিস্টে এ ক্রিকেটেও খেলে ফেলেছেন সাত ম্যাচ। গত দুই বছর মুম্বাই ইন্ডিয়ান্স দলে থাকলেও একাদশে সুযোগ পাননি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিষেক হলো অর্জুনের। বয়সটা এ বছর ২৪ হতে চললেও বাবার মত দুর্দান্ত কিছু এখনো করতে পারেননি অর্জুন। তবে শচীনের পুত্র হওয়ায় বিরাট এক প্রত্যাশার চাপ নেয়া নিশ্চই শিখে গেছেন অর্জুন টেন্ডুলকার।

  • শচীন রমেশ টেন্ডুলকার

‘ক্রিকেট ঈশ্বর’ স্বীকৃতিতেই শচীনের সমস্ত ক্রিকেটীয় অর্জনের একটা নির্যাস পাওয়া যায়। ক্রিকেটের বনেদী ফরম্যাট টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সব ব্যাটিং রেকর্ডই শচীনের দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ হাজারের বেশি রান করা শচীনের রেকর্ডটা ভবিষ্যতেও কেউ ভাঙতে পারবেন কিনা তা নিয়ে সংশয় আছে যথেষ্ট।

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করা শচীন নিজের টেন্ডুলকার নামটাকেই একটা ব্র্যান্ডে পরিণত করেছেন। ভারতের মানুষ রীতিমতো আরাধনা করেন এই এই ক্রিকেট ঈশ্বরকে। আর এই শচীনের জন্যই টেন্ডুলকার নাম নিয়ে এত আলোচনা, এত কৌতুহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link