More

Social Media

Light
Dark

স্যামসনের বিতর্কিত আউটে জ্বলছে আগুন!

রাজস্থান রয়্যালসের বিপক্ষে রোমাঞ্চকর একটা জয় পেয়েছে দিল্লী ক্যাপিটালস। তবে তাঁদের জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে বিতর্কিত এক ঘটনা। রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসনকে ঘিরেই এই বিতর্কের সৃষ্টি, তাঁর আউট নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল ম্যাচের সময়ে। শুধু মাঠ নয়, মাঠের বাইরেও গড়িয়েছে উত্তেজনা।

ম্যাচের ষোল-তম ওভারের কথা, ৮৬ রানে ব্যাট করতে থাকা স্যামসন লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন। কিন্তু তাঁর বাতাসে ভাসানো শট বাঁধা পায় শাই হোপের জন্য, উইন্ডিজ তারকা তালুবন্দি করেন বলটা। তবে বিপত্তি বাঁধে অন্য জায়গায়, ক্যাচ ধরার সময় তাঁর পা বাউন্ডারি লাইনের খুব কাছে ছিল। ফলে আউট নিয়ে সংশয় জাগে।

বাধ্য হয়ে টিভি আম্পায়ারের সাহায্য নেয়া হয়; যদিও টিভি আম্পায়ার সব দিক থেকে ফুটেজ না দেখেই প্যাভিলিয়নে ফেরার নির্দেশ দেন স্যামসনকে। স্বাভাবিকভাবেই সেটা মেনে নিতে পারেননি এই ব্যাটার, মাঠেই আম্পায়ারদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করতে শুরু করেন তিনি।

ads

শুধু তাই নয়, রাজস্থানের ডাগআউটে থাকা কুমার সাঙ্গাকারা এবং তাঁর কোচিং প্যানেলও আউটের বিরোধিতা করেন। অন্যদিকে, দিল্লি শিবিরে দেখা যায় একেবারে ভিন্ন চিত্র, ফ্রাঞ্চাইজির মালিক পার্থ জিন্দাল মেজাজ হারিয়ে বসেন। সেসময় তিনি খেলোয়াড়দের উদ্দ্যেশে আউট আউট বলে চিৎকার করতে থাকেন।

ব্যাট বলের দ্বৈরথ শেষ হলেও শেষ হয়নি বিতর্কের রেশ। সবশেষ নভজ্যোৎ সিং সিধু কথা বলেছেন এই ব্যাপারে। তিনি বলেন, ‘স্যামসনের আউট খেলা বদলে দিয়েছে। আমরা যদি রিপ্লে দেখি সেখানে কিন্তু পা দুইবার বাউন্ডারি ছুঁয়েছে। হয় আপনি প্রযুক্তি ব্যবহার করেননি বা ভুল ব্যবহার করেছেন৷ এটা অনেকটা এমন যে দুধে মাছি পড়েছে আর আপনাকে সেটা খেতে বলা হচ্ছে।’

এই সাবেক ক্রিকেটার আরো বলেন, ‘আপনি এটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এটা এক গ্লাস দুধে মাছি খোঁজার মত। হ্যাঁ, আম্পায়ারদের হয়তো দোষ নেই, এটা খেলার একটি অংশ। কিন্তু খেলার গতিপথ সেখানে বদলে হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link