More

Social Media

Light
Dark

নিষিদ্ধ ভারতের ফুটবল!

উপমহাদেশীয় ফুটবলে বোমা ফাঁটলো। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নিষিদ্ধ করলো স্বয়ং ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার চোখে এটা ফিফার সংবিধানের গুরুতর লঙ্ঘন। এই দু:সংবাদটাও আসলো ভারতের স্বাধীনতার ৭৫ তম বছরপূর্তিতে। সংকটের কালো অন্ধকার নেমে আসলো সুনীল ছেত্রীদের ভবিষ্যতে।

আরও দু:সংবাদ আছে। চলতি বছর অক্টোবর মাসে ফিফা অনুর্ধ্ব ১৭ নারী বিশ্বকাপের জন্য ভারতকে বেছে নেওয়া হলেও ভারত হারাচ্ছে আয়োজনের অধিকার। ফিফা নিজেদের বিবৃতিতে বলেছে, ‘ফিফা কাউন্সিল একমত হয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এই মুহূর্ত থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।   তৃতীয়পক্ষের অযথা প্রভাব সরাসরি ফিফার ব্যবহার বিধিভঙ্গের আওতায় পড়ে।’

ফিফার সংবিধান বলে, কোনো দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সেই দেশের কোনো আইনী বা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। এই ইস্যুতে আরো বেশ কয়েকবারই আরও কয়েকটা দেশকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে।

ads

নিষেধাজ্ঞার অর্থ হল, ভারতের যেকোনো ফিফা ইভেন্ট আয়োজনের অধিকার হারানো। ফলে, আসছে অক্টোবরে ফিফা অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল কোনো ভাবেই ভারত আয়োজন করতে পারবে না। যদিও, এটার কোনো বিকল্প কোনো ‍উপায় খুঁজছে ফিফা। জানা গেছে, এই ব্যাপারে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগও রাখছে ফিফা।

এআইএফএফ এই মুহূর্তে নিজেদের প্রশাসনিক কার্যক্রম ফিফার সঠিক রূপরেখা মেনে পালন করছে না৷ এআইএফএফ প্রধান হিসেবে প্রফুল্ল প্যাটেল দীর্ঘদিন ধরেই রয়ে গিয়েছেন ৷ এমনকি নতুন করে কোনো নির্বাচনও হয়নি৷ যদিও আদালত সেটাকে অবৈধও ঘোষণা করে দিয়েছে ৷ ভারতের সর্বোচ্চ আদালত গত মে মাসে এইআইএফ ভেঙে দিয়ে তিন সদস্যের এক কমিটি গঠন করে। এই কমিটির উদ্দেশ্য হল ১৮ মাস ধরে ঝুলে থাকা নির্বাচনটা সঠিক ভাবে সম্পন্ন করা।

জানা গেছে, সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটি ইতোমধ্যেই দ্রুত ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তৎপর হয়েছে। এই নির্বাচন চলতি মাসেরই ২৮ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর অর্থ হল, সরকারি, রাজনৈতিক কিংবা আইনী হস্তক্ষেপ আসলো, যার ক্ষেত্রে এক বিন্দুও ছাড় দেয় না ফিফা। যতদিন পর্যন্ত এআইএফএফ নিজেদের পূর্ণ শক্তি নিজেদের ফুটবল ফেডারেশনের পরিচলনে ফিরিয়ে আনছে ততদিন অবধি এই নির্বাসন কার্যকরী থাকবে৷ তবে, এই মুহূর্তে ফিফা সব ধরণের পরিস্থিতি পর্যালোচনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link