More

Social Media

Light
Dark

আইপিএলে সেঞ্চুরির ঝড়

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে ইতোমধ্যে মাঠে গড়িয়েছে আরব-আমিরাতে। করোনার কারণে মাঝপথে থেমে যাওয়া এই আসর আবার মাঠ গড়ানোয় বেশ স্বস্তিতে আছে ভারতের ক্রিকেট বোর্ড। দর্শকদের জন্যেও বেশ আনন্দের খবর বটে। চার-ছক্কার হই হুল্লোড়ের এই ক্রিকেট কে না উপভোগ করে।

প্রতিটা ম্যাচ যেন রোমাঞ্চে ভরা। ব্যাট হাতে নতুন কত কী করতে দেখা যায় এই টুর্নামেন্টে। ব্যাটসম্যানরা দ্রুত রান তোলার জন্য চেষ্টা করেন নানা রকম শট খেলার। এছাড়া বিশ্বকাপের আগে এবারের আইপিএলে নজর রেখেছে সবাই। এই ফাঁকে চলুন দেখা আসা যাক আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক কারা।

  • এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)

ads

আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ও আকর্ষনীয় ব্যাটসম্যান। মাঠের চারদিকে চোখ জুড়ানো সব শট খেলে মন জয় করে নিয়েছেন ক্রিকেট ভক্তদের। হাতে অনেক শট থাকায় দ্রুত রান তোলায়ও পারদর্শী দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। ফলে আমাদের এই তালিকায় তাঁর থাকারই কথা ছিল।

আইপিএলের পঞ্চম দ্রুততম সেঞ্চুরির মালিক এবি ডি ভিলিয়ার্স। সেদিন বেঙ্গালুরুর হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে এই কীরতি গড়েন ভিলিয়ার্স। গুজরাটে বিপক্ষে মাত্র ৫২ বলে করেন ১২৯ রান। সেঞ্চুরি পূরণ করতে এই ব্যাটসম্যান নিয়েছিলেন মাত্র ৪৩ বল। তাঁর এই ইনিংসে ভর করে ২৪৮ রানের বিশাল পাহাড় গড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

  • অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)

সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ওপেনারদের একজন অ্যাডাম গিলক্রিস। মূলত তাঁর অ্যাক্রমণাত্মক ব্যাটিং এর জন্যই পরিচিত অজি এই ওপেনার। আইপিএলেও দারুণ সব ইনিংস খেলেছেন তিনি। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছিলেন ২০০৮ সালে ডেকেন চার্জার্সের হয়ে ব্যাট করতে নেমে।

সেদিন মাত্র ৪২ বলে সেঞ্চুরি করে হয়ে যান আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান। ইনিংসটিতে ছিল ১০ টি ছয় ও ৯ টি চার। শেষ করেন ২৩১.৯১ স্ট্রাইকরেট নিয়ে।

  • ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)

ডেভিড মিলার অত্যাধিক পরিচিত কিলার মিলার নামেই। তাঁর এই নামই প্রমাণ করে নিজের দিনে কতটা বিধ্বংসী হতে পারেন এই ব্যাটসম্যান। আইপিএলের ইতিহাসে সেরা কিছু ইনিংস এসেছে মিলারের ব্যাট থেকে।

তবে ২০১৩ সালে গড়েন আইপিএলের তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। বেঙ্গালুরুর বিপক্ষে সেঞ্চুরি করে বসেন মাত্র ৩৮ বলেই। পাঞ্জাবের হয়ে সেদিন ৮ টি চার ও ৭ টি বিশাল ছয় মেরেছিলেন মিলার।

  • ইউসুফ পাঠান (ভারত)

আইপিএলের ইতিহাসের এক বড় তারকা ইউসুফ পাঠান। এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দ্রুত রান তোলার জন্য বেশ জনপ্রিয় তিনি। ফলে দ্রুততম সেঞ্চুরির এই তালিকায়ও তিনি আছেন দ্বিতীয় অবস্থানে।

২০১০ সালে রাজস্থানের হয়ে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন পাঠান। মুম্বাইয়ের বিপক্ষে মাত্র ৩৭ বলেই পৌছে যান শত রানের দরজায়। মুম্বাইয়ের দেয়া ২১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এই ইনিংস খেলেছিলেন ইউসুফ পাঠান।

  • ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

এই তালিকার সবচেয়ে কাঙ্খিত নাম বোধহয় ক্রিস গেইলই। দ্য ইউনিভার্স বস আইপিএলের দ্রুততম সেঞ্চুরির তালিকায় থাকবেন না তা কী করে হয়। ছয় মারাটাকে যিনি ডাল ভাতে পরিণত করেছেন তিনিই আছেন এই তালিকার শীর্ষে। ক্যারিবীয় এই ব্যাটসম্যান মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে আইপিএলের দ্রততম সেঞ্চুরির মালিক। সেদিন ৬৬ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন গেইল। ২০১৩ সালে পুনে ওয়ারিওর্সের বিপক্ষে এই ইনিংস খেলেন গেইল।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link