More

Social Media

Light
Dark

‘নকল দর্শক’ থাকবে প্রিমিয়ার লিগেও

দর্শকের চিৎকার ছাড়া খেলার অভিজ্ঞতাটা কেমন? দর্শক তো বটেই, খোদ ফুটবলারদের কাছেই এমন অভিজ্ঞতা অচেনা। করোনার কারণে মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ থাকায় বুন্দেসলিগার দলগুলো কৃত্রিম দর্শক কোলাহলের ব্যবস্থা করেছে ফেরার এক ম্যাচ দিবসের মধ্যেই। সে পথ ধরেই প্রিমিয়ার লিগও কৃত্রিম কোলাহল ব্যবহারে সম্মতি প্রকাশ করেছে। তবে সেটা কেবল দর্শকদের জন্যেই উন্মুক্ত থাকবে বলে গুঞ্জন ইংলিশ সংবাদ মাধ্যমে।

করোনার ধাক্কা সামলে ফুটবল মাঠে ফিরেছে গত মাসেই, দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা সঙ্গে করে। কবে দর্শকদের অনুমতি মিলবে সেটাও অজানা। কেউ কেউ মানছেন, প্রতিষেধক আবিষ্কার হলে, সবার মাঝে সেটা প্রয়োগ হলে তবেই কেবল মিলবে অনুমতি, সে পর্যন্ত খালি গ্যালারিই নিয়তি ফুটবলের।

তবে এর আগ ক্ষতিটাকে কী করে পুষিয়ে নেয়া যায় সে ভাবনা ভালোভাবেই আছে আয়োজকদের মগজে। শব্দ প্রকৌশল ব্যবহার করে বুন্ডেসলিগা ম্যাচে হাজির করেছে দর্শকদের চিৎকার-চেঁচামেচি, ব্যাপারটা যে কৃত্রিম তা বলাই বাহুল্য। গত মাসে শুরু হওয়া কোরিয়ান লিগেও দেখা মিলেছে একই দৃশ্যের।

ads

যেভাবে এই ‘কৃত্রিম কোলাহল’ কাজ করবে সে প্রক্রিয়াটা বেশ আকর্ষনীয়। দলের আগের কোন একটা ম্যাচ থেকে দর্শকদের চিৎকার নিয়ে স্থাপন করা হবে আসল ম্যাচে। পেনাল্টি, ফাউল, কিংবা ভিএআর সিদ্ধান্ত, ইত্যাদি বিশেষ মূহুর্তের প্রতিক্রিয়া নির্ধারণ ও সম্প্রচারের দায়িত্বে থাকবেন একজন।

আগামী ১৭ জুন যখন প্রিমিয়ার লিগ ফিরবে, তখন সম্প্রচারের সময়ে কৃত্রিম কোলাহল ব্যবহার করা হবে বলে জানিয়েছে স্কাই স্পোর্টস আর বিটি স্পোর্টস। সেটা সহ খেলা দেখবেন নাকি কোলাহল ছাড়া সে বিকল্প অবশ্য দর্শকদের কাছে থাকবে বলে জানিয়েছে দুই পক্ষই। তবে, এ ব্যাপারে বিবিসি স্পোর্টসের করা জনমত জরিপে বিরুদ্ধ মতের অনুপস্থিতি ইঙ্গিত দিচ্ছে কৃত্রিম কোলাহল ধারণাটার ‘সুপারহিট’ হওয়ার দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link