More

Social Media

Light
Dark

তবে কি বিশ্বকাপ থেকে বিদায় ইংলিশদের?

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় স্কটল্যান্ড। ওমানের বিপক্ষে এই জয়ে ইংল্যান্ডের বাড়ি যাওয়া প্রায় নিশ্চিত করেছে স্কটিশরা। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৫১ রানের টার্গেট ছুঁড়ে দেয় ওমান। জবাবে ৪১ বল হাতে রেখেই ম্যাচটি নিজেদের করে নেয় স্কটল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাটিং করেতে নামে ওমান। ২০ ওভার শেষে প্রাতিক আতাভালের ৫৪ এবং আয়ান খানের ৪১* রানের সুবাদে ১৫০ রানে পৌঁছায় ওমানের ইনিংস। তবে স্কটল্যান্ডের ব্যাটিং এর সামনে দাঁড়াতেই পারেনি ওমানের বোলররা।

শুরুতেই ওমানের উপর ব্যাটিং তাণ্ডব চালান স্কটল্যান্ডের উদ্বোধনী ব্যাটার জর্জ মুনসে। চারটি ছক্কা ও দুইটি চারের সাহায্যে ২০ বলে ৪১ রান করেন তিনি। মুনসে আউট হওয়ার পরও নিজেদের আগ্রাসী ব্যাটিং থামাননি স্কটিশরা।

ads

বাকি কাজটা উইকেটরক্ষক ব্যাটার ম্যাথিউ ক্রসকে নিয়ে খুব সহজেই সেরে ফেলেন ম্যাচ সেরা খেলোয়াড় ব্রেন্ডন ম্যাকমুলেন।৩১ বলে নয়টি চার ও দুইটি ছক্কার সাহায্যে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। যার ফলে ৭ উইকেট ও ৪১ বল হাতে রেখেই গন্তব্যে পৌঁছে যায় স্কটল্যান্ড।

এর আগের ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধেও জয় পায় স্কটল্যান্ড । আর তাদের প্রথম ম্যাচটি ইংল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বর্তমানে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ-বি এর শীর্ষে অবস্থান করছে স্কটিশরা। ওমানের বিপক্ষে ম্যাচের পর নেট রান রেটেও বেশ এগিয়ে গেছে তারা।

অপরদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর মাত্র এক পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে উঠতে প্রবল চাপের মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বিশ্বকাপের সুপার এইটে এগিয়ে যাওয়ার জন্য নামিবিয়া ও ওমানের বিপক্ষে বড় ব্যাবধানে জয় ছাড়া বিকল্প নেই তাদের। এরপরও  গ্রুপের অন্যান্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাদের। কারণ প্রতি গ্রুপ থেকে শুধু দুইটি করে দলই পরের রাউন্ডে যাবে ।

গত বিশ্বকাপর চ্যাম্পিয়ন দল কি পারবে তাদের শিরোপা ধরে রাখতে নাকি প্রথম রাউন্ড থেকেই বিদায় নিবে জস বাটলার ও তার সতীর্থরা, এটিই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link