More

Social Media

Light
Dark

এক ধাক্কায় বদলে গেল ব্রাজিল একাদশ

ব্রাজিলের বিশ্বকাপ যাত্রাটা শুরু হয়েছে সার্বিয়ার বিপক্ষে জয় দিয়েই। তবে এই সুখের মাঝে শঙ্কার মেঘ দেখা দিয়েছিল যখন নেইমার ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। গোড়ালির এই আঘাতের জন্য নেইমারের গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। যা ব্রাজিল সমর্থকদের জন্য বেশ হতাশাজনক। যদিও, তিনি পরের রাউন্ডেই হয়তো ফিরবেন, তবে আপাতত একাদশ পাল্টাতেই হচ্ছে ব্রাজিলকে।

আর সুপার স্টার নেইমারের সাথে আরেকটি দু:সংবাদও পেয়েছে ব্রাজিলিয়ান শিবির। নেইমারের পাশাপাশি রাইট ব্যাক দানিলোর ইনজুরি নিয়েও দুশ্চিন্তা দেখা দিয়েছে। খুব সম্ভবত আসন্ন ম্যাচে দানিলোকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে।

ads

শেষ খবর পাওয়া পর্যন্ত জুভেন্টাসের এই তারকা বাম পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। একটি সংবাদমাধ্যম দাবি করে দানিলো আজ চোটের জায়গাটি পরীক্ষা করতে গিয়েছিলেন এবং দলের সাথে অনুশীলনে যোগদান না করে, হোটেলে ফিরে গিয়েছেন। সেখানেই বিশ্রামে থাকবেন এবং চিকিৎসা নিবেন এই তারকা। আসছে সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে তাই তাঁর না থাকার সম্ভাবনাই বেশি।

যদি আসলেই দানিলো মাঠে না নামেন সেক্ষেত্রে ব্রাজিল তাঁর জায়গায় বিকল্প কাকে নিবে এই নিয়েও আভাস পাওয়া যাচ্ছে। সেই হিসেবে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এডার মিলিটাও ব্রাজিল দলে দানিলোর জায়গাটা নিতে যাচ্ছেন।

মিলিটাও এখন সেন্টার-ব্যাকে খেললেও, অতীতে সে ক্লাব এবং দেশ উভয়ের জন্যই রাইট-ব্যাকে খেলেছেন। তাই ব্রাজিলের কোচ তিতে দানিলোর যোগ্য বিকল্প হিসেবে এডার মিলিটাওকে বেঁছে নিবেন বলেই ভাবা হচ্ছে।

সব মিলিয়ে ব্রাজিলের বর্তমান বিশ্বকাপ দলে তিনজন রিয়াল মাদ্রিদ তারকা রয়েছেন। তাঁরা হলেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েজ এবং এডার মিলিটাও। এদিকে সুইসদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নেইমারের প্লে মেকিং পজিশনে লুকাস পাকুয়েতা কিংবা রদ্রিগো গোয়েজের খেলার সম্ভাবনা বেশি।

অবশ্য নেইমারের বিকল্প হিসেবে দানি আলভেসও একটি যোগ্য বিকল্প হতে পারেন, কারণ এই ফুটবল দারুণ অভিজ্ঞ। তবে, এটা খুবই ছেলেমানুষি হবে। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে তিতের ভোটটা আপাতত রদ্রিগো গোয়েজই পাচ্ছেন। তাহলে, যা দাঁড়াচ্ছে – তা হল নেইমার ও দানিলোর জায়গায় খেলবেন দুই রিয়াল সতীর্থ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link