More

Social Media

Light
Dark

১৩ ওভারেই সাত উইকেট নেই!

নাজমুল হোসেন শান্ত কাল শেষবেলা থেকেই একপ্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তাঁর দলের ব্যাটাররা একেরপর এক উইকেট দিয়ে এসেছেন। আর তিনি একপ্রান্ত থেকে হতাশা নিয়ে দেখেছেন সেই দৃশ্য। আজ সকালের অব্যাহত থাকলো যাওয়া আসার সেই মিছিল। দক্ষিণ আফ্রিকায় একটা টেস্ট জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে গেল।

ডারবানের উইকেটে খানিকটা স্পিন ধরতে শুরু করেছে তৃতীয় দিন থেকেই। তবে উপমহাদেশের উইকেটেরে মত র‍্যাংক টার্নার ছিল না। এখানে চাইলে ব্যাটসম্যানরা টিকে থাকতে পারেন। আবার পেসাররা লেন্থ খুঁজে পেলে সাফল্য পেতে পারেন।

ফলে দক্ষিণ আফ্রিকার দেয়া ২৭৪ রানের লক্ষ্য কঠিন ছিল তবে অসম্ভব নয়। তবে বাংলাদেশের ব্যাটসমানরা ব্যাপারটাকে অসম্ভবই বানিয়ে ফেলেছেন। আরেকটু হলে টেস্ট ক্রিকেটে সর্বনিন্ম স্কোরের লজ্জাও পেতে হত বাংলাদেশকে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৪৩ রানেই অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ।

ads

ডারবানে একটা সময় সেই শঙ্কাও জেগেছিল। গতকাল বাংলাদেশ দিন শেষ করেছিল ১১ রানে ৩ উইকেট হারিয়ে। আর আজ সকালে ব্যাট করতে নেমেও মুশফিক, লিটনরা নিজেদের উইকেট দিয়ে এসেছেন। একপ্রান্ত থেকে খানিকটা চেষ্টা চালিয়েছে এক নাজমুল হোসেন শান্তই। শান্ত যখন ব্যাট করছিলেন তখন অবশ্য উইকেটকে খুব বেশি কঠিন মনে হয়নি।

ওদিকে এই টেস্টে টস জিতে প্রথমে বোলিং নিয়েছিলেন মুমিনুল হক। ফলে এই টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশকে ব্যাট করতে হবে এটা জেনেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে চতুর্থ ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা নূনতম প্রতিরোধও গড়তে পারেননি।

সকালের প্রথম সেশনের অর্ধেক সময়ও পুরোপুরি উইকেটে থাকতে পারেনি বাংলাদেশ দল। এক ঘণ্টারও কম সময় স্থায়ী হয় বাংলাদেশের ইনিংস। তাতে, ১৪ ওভার ব্যাটিং করে ৪২ রান তুলতেই সাত উইকেট হারায় মুমিনুল হক সৌরভের দল।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে করেছিল ৩৬৭ রান। সেখানে বাংলাদেশের বোলাররা ভালোই বোলিং করেছিলেন। এরপর বাংলাদেশ ব্যাট করতে নামলে মাহমুদুল হাসান জয় তুলে নেন সেঞ্চুরি। এই টেস্টে এটিই বাংলাদেশের একমাত্র পাওয়া হয়ে থাকলো।

দ্বিতীয় ইনিংসে অবশ্য দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশের বোলাররা। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ২০৪ রানেই অল আউট করে ফেলেছিলেন বোলাররা। তবে চতুর্থ ইনিংসে ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ৫৩ রানেই অল আউট হয়ে যায়। মহারাজের বোলিং ঘূর্ণিতে কোন প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ।

  • সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৩৬৭ ও ২০৪

বাংলাদেশ: ২৯৮ ও ৫৩।

ফলাফল: বাংলাদেশ ২২০ রানে পরাজিত।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link