More

Social Media

Light
Dark

‘মাহেলা-সাঙ্গাকারা কেন ক্ষেপে গেলেন?’

পাতানো হয়েছিল ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল, ভারতে জেতাতে ইচ্ছা করে হেরে গেছে শ্রীলঙ্কা – এমন দাবি করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগে। তার এই মন্তব্যের প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন সেই ম্যাচ খেলা দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। লঙ্কান সরকারও ঘটনা তদন্তের ব্যবস্থা করছে।

তবে, সাবেক সেই ক্রীড়ামন্ত্রী খেলোয়াড়দের এই বিতর্কের মাঝে জড়াতেই চান না। তার মতে, এখানে সাঙ্গাকারা ও মাহেলার মত খেলোয়াড়দের ক্ষোভ প্রকাশের কিছু নেই। আর ২০১২ সালেই তিনি এই ব্যাপারে অভিযোগ করেছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে।

তিনি দেশটির গণমাধ্যম লঙ্কান মিররকে দাবি করেন, ম্যাচ ছেড়ে দেওয়াতে ভূমিকা ছিল কিছু কর্মকর্তার। তাঁরা, ম্যাচ ছেড়ে দিয়ে বিরাট অর্থকড়ি কামিয়ে ফেলেন, যেটা নিয়ে নতুন ব্যবসায় বিনিয়োগ করেন, নতুন গাড়ি কেনেন।

ads

তিনি বলেন, ‘মাহেলা বলেছেন যে মাত্রই নাকি সার্কাস শুরু হল। আমি বুঝতে পারছি না, সাঙ্গা আর মাহেলা কেন এটা নিয়ে এত ক্ষেপে যাচ্ছে। আমি তো কোনো খেলোয়াড়ের দিকে কোনো অভিযোগ ছুড়িনি।’

ওয়াংখেড়ের সেই ফাইনালে ১০ বল বাকি থাকবে ছয় উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে মহেন্দ্র সিং ধোনির দল। সেই ম্যাচ নিয়ে অবশ্য সন্দেহ আগেও ছিল। ২০১৭ সালেই শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা দাবি করেন, ম্যাচটায় সন্দেহ করার মত অনেক উপকরণই ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link