More

Social Media

Light
Dark

এখনই অবসরে অনীহা ধোনির

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪ তম আসরের শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। ম্যাচ শেষে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে প্রশ্ন করা হয়েছিল তিনি অবসর নিচ্ছেন কিনা। জবাবে চেন্নাইয়ের অধিনায়ক জানিয়েছেন তিনি এখনো অবসর নিয়ে কিছু ভাবেননি।

আইপিএলের আগামী আসরে আট দলের পরিবর্তে দশ দল অংশ গ্রহণ করবে। দল বৃদ্ধি পাওয়ার কারণে নিলামেও পরিবর্তন আনতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী নিলামে তিন জন ক্রিকেটারের পরিবর্তে চার জন ধরে রাখার সুযোগ পেতে পারেন ফ্র্যাঞ্চাইজি গুলো।

ধোনিকে প্রশ্ন করা হয়েছিল তিনি থাকবেন কিনা। চেন্নাইয়ের সফল এই অধিনায়ক সরাসরি কিছু না বলে বিষয়টি ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআইয়ের উপরই ছেড়ে দিয়েছেন। তিনি মনে করেন যেরকম ভালো হবে দলের সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। এছাড়া বিসিসিআইয়ের নতুন নিলামের নিয়মও রয়েছে।

ads

ধোনি বলেন, ‘আমি আগেও বলেছি বিষয়টি বিসিসিআইয়ের উপর নির্ভর করে। আগামী আসরে দুটি নতুন দল আসবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে চেন্নাইয়ের জন্য কোনটা ভালো । এটা সেরা তিন বা চারে থাকার বিষয়ে নয়। দল যেন ক্ষতির মুখে না পড়ে সেটা নিশ্চিত করতে হবে। আগামী ১০ বছর কে অবদান রাখতে পারে সে বিষয়ে আমাদের দেখতে হবে।’

ফাইনালে প্রথমে ব্যাট করে ১৯৩ রানের বড় পুঁজিই পেয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু বড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৯১ রান সংগ্রহ করেছিল কলকাতা। ক্রমেই হার যখন ঘনিয়ে আসছিলো তখনই দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে আসে চেন্নাই। শেষ পর্যন্ত শিরোপাও জেতে তাঁরা। এর আগে ফাইনালে তিন বার হেরেছিল চেন্নাই।

গত আসরে বাদ পড়েছিল গ্রুপ পর্বেই। সব কিছু মিলিয়ে ফিরে আসাটাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন ধোনি। তিনি বলেন, ‘আমরা খেলায় ফিরে আসছিলাম এবং ভালো করছিলাম। প্রতিটি ফাইনালই বিশেষ কিছু। যদি আপনি পরিসংখ্যান দেখেন, আমরা আমরা ফাইনাল হারলেও সবচেয়ে ধারাবাহিক দল। আমি মনে করি শক্ত ভাবে ফিরে আসা গুরুত্বপূর্ণ, বিশেষ করে নকআউটে।’

আইপিএলে সবচেয়ে সফল অধিনায়কও ধোনি। তিনি কী ভাবে নেতৃত্ব দেন এই আগ্রহ সবারই। তবে তিনি জানিয়েছেন সবার সাথে তিনি বেশি কথা বলেন না, বেশি কিছু করেন না। অনুশীলন সেশনেই সব করেন। তিনি বলেন, ‘আমরা অনেক বেশি কথা বলি না। আমাদের অনুশীলন সেশন গুলোই মিটিং সেশন। যে মুহূর্তে আপনি একটি দল নিয়ে রুমে প্রবেশ করেন, এটি ভিন্ন চাপ নিয়ে আসে। আমাদের অনুশীলন সেশনে আছে।

ম্যাচ শেষে চেন্নাইয়ের সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন ধোনি। ধোনি বলেন, ‘আমি ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, আমরা যেখানেই খেলেছি, এমন কি যখন আমরা দক্ষিণ আফ্রিকায় ছিলাম, আমরা সব সময় চেন্নাইয়ের অনেক সমর্থন পেয়েছি। এটাই আমাদের চাওয়া।’

গ্রুপ পর্বের প্রথম সাত ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট পাওয়া কলকাতা ফাইনাল খেলাকে কঠিন বলেই মনে করেন ধোনি। ধোনি মনে করেন কলকাতা চ্যাম্পিয়ান হওয়ার যোগ্য ছিল। তিনি বলেন, ‘আমি চেন্নাই সম্পর্কে কথা বলার আগে, কেকেআর সম্পর্কে কথা বলতে চাই। তাদের ফিরে আসা এবং তাঁরা যা করেছে তা করা কঠিন, যদি কোন দল আইপিএল জেতার যোগ্য হয়, তবে এটি কেকেআর। কোচ, দল এবং সাপোর্ট স্টাফদের অবদান এটা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link