More

Social Media

Light
Dark

বেবি এবি: ৬ ৬ ৬ ৬

রাহুল চাহারকে পর পর চার বলে চার ছক্কা! বলগুলো সোজা দর্শক সারিতে আছড়ে পড়ছিল। মুম্বাইর ডাগ আউটেই বসা ছিলেন কিংবদন্তি তারকা শচীন টেন্ডুলকার। তিনি নিজেও যেন বিস্ময়ের চোখে তাকিয়ে আছেন। চোখের সামনে আরেক তারকার উত্থানটাই দেখছেন। অল্প বয়সেই যিনি পেয়ে গেছেন মি.৩৬০ খ্যাত বিধ্বংসী তারকা এবি ডি ভিলিয়ার্সের নাম। `বেবি এবি’ নামেই তিনি ক্রিকেট পাড়ায় এখন বেশ পরিচিত।

হ্যাঁ, ডেওয়াল্ড ব্রেভিস। ক্রিকেট পাড়ার নব্য এক তরুণ তারকা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবশেষ আসরে নজর কাঁড়েন দক্ষিণ আফ্রিকার এই তরুণ তুর্কি ডেওয়াল্ড ব্রেভিস। এক আসরেই ক্রিকেট পাড়ায় সাড়া ফেলেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও মূলত ব্যাটিং স্টাইলের কারণে সবার নজর কাঁড়েন তিনি।

ads

ক্রিকেট থেকে এবি ডি ভিলিয়ার্সের বিদায়ের পর খুব বেশি সময় অতিক্রান্ত হয়নি। এরই মাঝে ব্রেভিস রূপে যেন আবার ২২ গজে ফিরে এসেছে এবি। মাঠের চারদিকেই খেলতে পারেন শট। একদম হুবহু এবির মতোই ব্যাটিং অ্যাকশন। এবির মতোই ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলতে পটু ব্রেভিস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই নজরকাঁড়া পারফরম্যান্সে ‘বেবি এবি’ তকমা পেয়েছেন ব্রেভিস। ৬ ম্যাচে ৮৪ গড়ে ৫০৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন এই প্রোটিয়া তারকা। তাঁর ধারে কাছেও ছিলেন না কেউই!

সেখান থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে ৩ কোটি রুপিতে ব্রেভিসকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের হয়ে তৃতীয় ম্যাচে অভিষেক হয় ব্রেভিসের। নিজের আইপিএল অভিষেকেই খেলেন ১৯ বলে ২৯ রানের ক্যামিও। ইনিংস বড় করতে না পারলেও ব্রেভিসের ব্যাটিংটা দৃষ্টিগোচর হয়নি কারোর। পরের ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলেন ১১ বলে ৮ রানের ইনিংস।

সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে গতরাতে ব্যাট হাতে তাণ্ডব চালান এবি খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস। পাঞ্জাব কিংসের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্রেভিস তাণ্ডবের পরেও হেরে যায় মুম্বাই। ২৫ বলে ৫ ছক্কা ও ৪ চারে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন তরুণ ব্রেভিস।

প্রথম ৮ বলে ব্রেভিসের রান ছিল শূন্য। সেখান থেকে পরের ১৭ বলে করেন ৪৯ রান! নবম ওভারে বোলিংয়ে তখন রাহুল চাহার। প্রথম বলেই সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন তিলক ভার্মা। দ্বিতীয় বলে চার মারেন ব্রেভিস। পরের চার বল স্মৃতি থেকেই মুছে ফেলতে চাইবেন চাহার। এই লেগ স্পিনারের পর পর চার বলে চার ছক্কা হাঁকান ব্রেভিস! চাহারের ৫ বল থেকে ব্রেভিস নেন ২৮ রান।

১১২ মিটার ছক্কা হাঁকিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বড় ছক্কার মালিক ব্রেভিস। একই ওভারে ১০২ মিটারের ছক্কাও হাঁকান এই তরুন তারকা!

বেবি এবি ও ভার্মার তাণ্ডবে জয়ের দিকেই ছিল মুম্বাই। এরপর দলীয় ১১৬ রানে ব্যক্তিগত ৪৯ রানে পুল শটে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে ধরা পড়েন ব্রেভিস। ২৫ বলে ১৯৬ স্ট্রাইক রেটে ৪৯ রানের ইনিংসে মাত্র এক রানের জন্য মেইডেন আইপিএল ফিফটির দেখা পাননি এই তরুণ তারকা।

শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৬ রান তুলতে সক্ষম হয় মুম্বাই ইন্ডিয়ান্স। ১২ রানে হেরে এবারের আসরে প্রথম পাঁচ ম্যাচে জয়ের দেখা পেল না পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই!

এখন পর্যন্ত তিন ম্যাচে ২৯ গড় আর ১৫৬ স্ট্রাইক রেটে ৮৬ রান করেছেন ব্রেভিস। মিডল অর্ডারে মুম্বাইয়ের অন্যতম ভরসা হিসেবে নিজেকে ইতিমধ্যেই জানান দিয়েছেন। সম্ভাবনার সাথে সাথে সামর্থ্য যে আছে তা নিয়ে কারোই সন্দেহ নেই। ইতিমধ্যেই ক্রিকেটের কিংবদন্তি তারকাদের প্রশংসায় ভেসেছেন এই তরুণ তারকা। জাতীয় দলের জার্সি গায়েও হয়ত খুব দ্রুতই দেখা যাবে ব্রেভিসকে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link