More

Social Media

Light
Dark

বিশ্বকাপ খেলবেন ডি ভিলিয়ার্স

তিন বছর আগে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবি ডি ভিলিয়ার্স। এরপর অনেক বারই গুঞ্জন উঠেছে অবসর ভেঙ্গে ফিরছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হয়নি দক্ষিণ আফ্রিকার সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। আবারো গুঞ্জন উঠেছে অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্বান্ত নিয়েছেন এই ব্যাটসম্যান।

চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আর দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার ইঙ্গিত দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স।

ads

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য এখন ভারতে অবস্থান করছেন ডি ভিলিয়ার্স। মার্ক বাউচার জানিয়েছেন আইপিএল খেলতে যাওয়ার আগেই এই বিষয়ে ডি ভিলিয়ার্সের সাথে কথা বলেছেন তিনি। বাউচার আরো জানিয়েছেন আইপিএল শেষে ভিলিয়ার্সের সাথে আবারো কথা হবে তাঁর।

দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইট টাইমলাইভ ডট কমকে ভাউচার বলেন, ‘আইপিএলে যাওয়ার আগে আমি তাঁর সাথে কথা বলেছি। কথা বলার বিষয়টি এখন খোলামেলা। আইপিএলে সে ভালো পারফরম্যান্স করতে চায়। প্রমাণ করতে চেয়েছে সে বিশ্ব ক্রিকেটে এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব। এবং তিনি এখনো (ক্রিকেটে) আধিপত্য বিস্তার করতে পারেন।আমি তাকে বলেছিলাম যাও তোমার কাজটি করো। আইপিএল শেষে আমি আবার কথা বলবো।’

এবারের আইপিএলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ২৭ বলে ৪৮ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন ভিলিয়ার্স।

২০১৮ সালে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। অবসর নেওয়ার আগে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১১৪ টি টেস্ট, ২২৮ টি ওয়ানডে ও ৭৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান।

১১৪ টেস্টে ৫০.৬৬ গড়ে ৪৬ টি হাফসেঞ্চুরি ও ২২ টি সেঞ্চুরির সাহায্যে ৮৭৬৫ রান সংগ্রহ করেছেন ডি ভিলিয়ার্স। আর ২২৮ ওয়ানডেতে ভিলিয়ার্সের ব্যাট থেকে এসেছে ৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান। ওয়ানডেতে ৫৩ টি হাফসেঞ্চুরির সাথে ২৫ টি সেঞ্চুরি রয়েছে তাঁর।

এছাড়া দেশের হয়ে ৭৮ টি টি-টোয়েন্টি খেলে ২৬.১২ গড়ে ১২৩৭ রান করেছেন এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করতে না পারলেও ১০ টি হাফসেঞ্চুরির রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link