More

Social Media

Light
Dark

ডেভিড ওয়ার্নার, নট অ্যান অস্ট্রেলিয়ান গ্রেট?

অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট ইতিহাসে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা এখন ডেভিড ওয়ার্নারের। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেই ওপেনিংয়ে তার চেয়ে বেশি রান করেছেন কেবল দুজন।  তবে এরপরও ওয়ার্নারকে গ্রেট মানতে নারাজ দুই বিশ্বকাপজয়ী কোচ জন বুকানন। তাঁর মতে, কিংবদন্তি হতে গেলে ভিন্ন কিছু লাগে, যেটি ওয়ার্নারের মাঝে নেই। 

পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়ার্নার। ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা তিনি দিয়েছেন। ১১২ টেস্টে ৮,৭৮৬ রান ওয়ার্নারের। এর পাশাপাশি বাকি দুই ফরম্যাট মিলিয়ে রান করেছেন দশ হাজারের উপর। 

ads

তিন ফরম্যাট মিলিয়ে ওপেনিংয়ে ৪৯ সেঞ্চুরিতে ওয়ার্নারের রান ১৮,৩৬১। ওপেবার হিসেবে তাঁর চেয়ে বেশি রান করেছেন কেবল সনাথ জয়াসুরিয়া ও ক্রিস গেইল। যেহেতু এখনও টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন ওয়ার্নার, তাই তাঁর সামনে হাতছানি রয়েছে ইতিহাসের সেরা ওপেনার বনে যাওয়ার। 

তবে পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ওয়ার্নারকে ঠিক গ্রেটদের কাতারে দেখছেন না জন বুকানন৷ অস্ট্রেলিয়ার হয়ে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ এবং ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী এ কোচের কোচ কাছে গ্রেটদের মানদণ্ড একটু ভিন্ন। 

এ নিয়ে এক রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওয়ার্নারকে আমার গ্রেট মনে হয়না। অবশ্যই সে ক্যারিয়ারজুড়ে দারুণ পারফর্ম করেছে। একশর বেশি টেস্ট খেলে ৮ হাজারের বেশি রান করেছে, ১৬০ ওয়ানডে, ১০০টি টি-টোয়েন্টি খেলেছে। তার ব্যাটিং গড়ও বিভিন্ন সংস্করণ মিলিয়ে বেশ ভালো। খেলার ধরনের কারণে তার স্ট্রাইক রেটও দারুণ। পারফরম্যান্সের দিক থেকে সে ওখানেই (গ্রেটদের মতো) আছে। তবে আমার মতে, খেলাটির গ্রেট তারা, যারা ব্যতিক্রমী কিছু করে এবং করেছে, যা অন্যরা পারে না। এজন্যই স্বয়ংক্রিয়ভাবে নাম চলে আসে ব্র্যাডম্যান, ম্যাকগ্রা, ওয়ার্নদের। আমার চোখে তারা গ্রেট। অন্যরা কাছাকাছি আসতে পারে। কিন্তু ঠিক একই কাতারের নয় এবং ওয়ার্নারকে আমি সেই কাতারে দেখি না।’

 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link