More

Social Media

Light
Dark

মেসিকে রাজি করাতে প্যারিসে বেকহাম

গ্রীষ্মকালীন দলবদল যত এগিয়ে আসছে ততই যেন জলঘোলা হচ্ছে লিওনেল মেসির দলবদল নিয়ে। মেসির বার্সেলোনায় ফেরাটা চূড়ান্ত মনে হচ্ছিল যখন ঠিক তখনই আবার গুঞ্জন শুরু হয়েছে পিএসজির সাথে চুক্তি নবায়নের জন্য বৈঠকে বসেছেন মেসি। এদিকে মেসিকে কিনতে শুরু থেকেই আগ্রহী যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির অন্যতম মালিক ডেভিড বেকহাম প্যারিসে উড়ে গেছেন মেসির সাথে দলবদল নিয়ে কথা বলতে।

প্যারিস সেইন্ট জার্মেইনে ক্যারিয়ারের শেষের দিকে খেলোয়াড় হিসেবে কাটিয়েছেন সাবেক এই ইংলিশ ফুটবলার। তাই নিজের সাবেক ক্লাবে এসে খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের সাথে দেখা করেছেন বেকহাম। লিওনেল মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন শুরু হবার পর থেকেই মেসির প্রতি আগ্রহ দেখাতে থাকে ইন্টার মিয়ামি। মেসিকে দলে পাবার জন্য বড় অঙ্কের টাকার প্রস্তাবও দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের এই ক্লাবটি।

ads

সেই ক্লাব ফ্রাঞ্চাইজির অন্যতম মালিক ডেভিড বেকহাম। তাই বেকহামের প্যারিস সফর নানান ইঙ্গিতই বহন করছে। প্যারিসে নিজের সাবেক ক্লাবের ট্রেনিং সেন্টারে মেসির সাথে দেখা করেন বেকহাম। এরপর মেসির সাথে ছবিও তোলেন এই তারকা। অনেকেই ধারণা করছেন মেসির প্রতি ইন্টার মিয়ামির প্রস্তাব নিয়ে মেসির সাথে কথা বলতেই প্যারিস গেছেন বেকহাম।

ক্লাব মৌসুমের প্রায় শেষ প্রান্তে চলে এলেও এখনো মেসির পরবর্তী মৌসুমের গন্তব্য চূড়ান্ত করা যায়নি। নতুন ভাবে শুরু হওয়া পিএসজির সাথে মেসির চুক্তি নবায়নের আলোচনাও ফলপ্রসু হবার সম্ভাবনা কম। এদিকে মেসিকে দলে ফিরে পেতে বেশ তোরজোড় শুরু করেছে তাঁর সাবেক ক্লাব বার্সেলোনা।

আগামী মাসের মধ্যে মেসির সাথে পিএসজির চুক্তি নবায়ন না হলে ফ্রি এজেন্টে পরিণত হবেন সাত ব্যারের ব্যালন ডি অর জয়ী মেসি। সে ক্ষেত্রে নিজের ইচ্ছামত যেকোনো ক্লাবেই যোগ দিতে পারবেন এই ফুটবলার। ৩৬ বছর বয়সেও সমান তালে পারফর্ম করে যাওয়া মেসিকে পেতে তাই উঠে পড়ে লেগেছে ইউরোপ ও ইউরোপের বাইরের জায়ান্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link