More

Social Media

Light
Dark

পাগলাটে এক ট্রান্সফার উইনডো

ফুটবল নিয়ে হট্টগোল তো সবসময়ই হয়। আর সেটা যদি হয় ইউরোপের ফুটবল, তাহলে তো কথাই নেই। কিন্তু এবারের হট্টগোলটা মাঠের ফুটবল নিয়ে নয়। রীতিমত ট্রান্সফার মার্কেটে উত্তাপ ছড়াচ্ছে ক্লাবগুলো। তবে অবাক করা ব্যাপার হলো, অর্থের ঝনঝনানিতে এবার সৌদি আরবের ক্লাব গুলোর সাথে টেক্কাই দিতে পারছে না ইউরোপের ক্লাবগুলো।

দলবদলের চাঙ্গা বাজারের এই হট্টগোলে সর্বশেষ চমকটার নাম— লিওনেল মেসি। মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে আল-হিল্লাল, বার্সা আর ইন্টার মিয়ামির লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত করেছে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামিই। অর্থাৎ আগামী মৌসুম থেকেই মেজর লিগ সকারে দেখা যাবে বিশ্বকাপজয়ী এ তারকাকে।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে কিংবদন্তির পদার্পণের গল্পটা কিন্তু মোটেই নতুন নয়। শুরুটা হয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলেকে দিয়ে। এরপর জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, আধুনিক টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফও, ব্রিটিশ তারকা ববি মুর, জর্জ বেস্টেরও পা পড়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল প্রাঙ্গনে। এবার তাদেরই পদাঙ্ক অনুসরণ করে যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে নাম লেখালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ads

বার্সা প্রত্যাবর্তনের দারুণ প্রত্যাশা জাগিয়েও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিলেন মেসি। অর্থাৎ মেসির ইউরোপ অধ্যায়ের যবনিকাপাত ঘটে গেল এই চুক্তির মাধ্যমেই। সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ যদিও মেজর লিগ সকার খেলেও পরবর্তীতে ইউরোপের ক্লাব ফুটবলে ফিরেছিলেন। তবে মেসির ক্ষেত্রে এমন কিছুর সম্ভাব্যতা এখন শূন্যের কোঠাতেই বলা চলে।

মেসির মতো ইউরোপের ফুটবল মায়া ছেড়েছেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের প্রাণভোমরা করিম বেনজেমাও। ৩৫ বছর বয়সী ফ্রেঞ্চ এ ফুটবলার বলতে গেলে অনেকটা বিস্ময়ে ভাসিয়েই সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন। সৌদির এ ক্লাবের কাছ থেকে পেয়েছিলেন ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব। সর্বশেষ ব্যালন ডি অর জয়ী ফুটবলার সেই লোভনীয় প্রস্তাব শেষ পর্যন্ত আর অগ্রাহ্য করতে পারেননি।

বেনজেমার মতো আল ইত্তিহাদে যোগ দিতে পারেন চেলসির মিডফিল্ডার এনগোলো কান্তেও। ৮৬ মিলিয়ন ইউরোর প্রস্তাবে এখন পর্যন্ত সর্বশেষ খবর বলছে, সৌদির এ ক্লাবের সাথে কান্তের চুক্তি প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি মাত্র।

এ ছাড়া মেসির মতো পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়া রামোসও সৌদি আরবের আল-হিল্লালে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। আর মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পরই তাঁর সাবেক সতীর্থ সুয়ারেজ, সার্জিও বুস্কেটস ও জর্দি আলবারও একই দলে যোগ দেওয়ার তীব্র গুঞ্জন উঠেছে। এমনকি ইন্টার মিয়ামির রাডারে এই মুহূর্তে আছেন আর্জেন্টিনার আনহেল দি মারিয়াও।

এ তো গেল তারকা ফুটবলারদের ইউরোপ ছাড়ার গল্প। তবে তাদের শূন্যস্থান পূরণে এরই মধ্যে অনেক তরুণ সম্ভাবনাময় ফুটবলার ইউরোপের বড় দলগুলোর হয়ে নাম লেখাতে শুরু করেছেন। সামার ট্রান্সফার শুরু হওয়ার রিয়াল মাদ্রিদের আরেক ফুটবলার মার্কো এসেনসিও নিজের পরবর্তী গন্তব্য খুঁজে নিয়েছেন। স্প্যানিশ এ ফুটবলারের ঠাই হয়েছে পিএসজি শিবিরে।

বেশ কিছুদিন ধরেই বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলার জুড বেলিংহ্যামকে দলে ভেড়াতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। অবশেষে সেই চাওয়া পূরণ করতে পেরেছে স্প্যানিশ এ ফুটবল জায়ান্ট। ছয় বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ইংলিশ এই মিডফিল্ডার। তাকে দলে ভেড়াতে স্প্যানিশ ক্লাবটিকে গুণতে হয়েছে ১০৩ মিলিয়ন ইউরো। এছাড়া প্রায় ৩০ মিলিয়ন বোনাসও দিতে হবে ডর্টমুন্ডকে। প্রতি বছর রিয়াল থেকে ১০ অথবা ১২ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে দারুণ অবদান রেখেছিলেন ম্যাক অ্যালিস্টার। ব্রাইটন ছেড়ে বিশ্বকাপজয়ী এ মিডফিল্ডার যোগ দিচ্ছেন লিভারপুলে। পাঁচ বছরের চুক্তিতে অ্যালিস্টারকে দলে ভেড়াতে অলরেডদের খরচ হচ্ছে ৬০ মিলিয়ন পাউন্ড।

সামার ট্রান্সফার উইন্ডো এখনো শুরু হয়নি। অথচ এরই মধ্যে আলোচিত ক্লাবগুলো তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ফুটবলারদের দলে ভিড়িয়ে ফেলেছে। দলবদলের আনুষ্ঠানিক বাজার উন্মুক্ত হওয়ার আগেই যে উত্তাপ, সেই উত্তাপ আগামী দুই তিন মাসে বাড়বে বলেই ধারণা করা যায়। এখন দেখার পালা, সেই দলবদলে কোন কোন চমক অপেক্ষা করছে ফুটবলমোদীদের জন্য।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link