More

Social Media

Light
Dark

তাঁদের শেষ আইপিএল যাত্রা

আইপিএলে প্রতি মৌসুম শেষেই বেজে উঠে বিদায়ের করুণ বিগউল। তরুণদের উত্থানের পাশাপাশি তাঁদের জায়গা করে দিতেই কিনা বিদায় নেন বহু যুদ্ধের পুরনো সেনানীরা। আসুন দেখে নেয়া যাক সেই তারকাদের যারা কিনা এবারের মৌসুম শেষেই আইপিএলকে বিদায় জানাবেন। 

  • আম্বাতি রাইডু

আইপিএলে দারুণ পারফর্ম করার সুবাদেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন আম্বাতি রাইডু। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ব্যাটের ধার খানিকটা কমলেও চেন্নাই সুপার কিংসের হয়ে রাইডুর রেকর্ড মন্দ নয়। 

ads

এখনো পর্যন্ত ১৭৯ ম্যাচ খেলে এক সেঞ্চুরি এবং ২২ হাফ সেঞ্চুরিতে রাইডুর সংগ্রহ ৪২৫০ রান। চেন্নাইকে একা হাতে বেশ কয়েকটি ম্যাচ জেতানোর কৃতিত্ব রয়েছে এই মিডল অর্ডার ব্যাটারের। ২০১৯ বিশ্বকাপে ভারত জাতীয় দলে ডাক পাবার কাছাকাছি থাকলেও শেষপর্যন্ত বাদ পড়েন তিনি। 

গত মৌসুমেই টুইটারে আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেও শীঘ্রই মুছে ফেলেন। তবে এবারের মৌসুমের ফর্ম বিবেচনায় আগামী আইপিএলে তাঁকে দেখার সম্ভাবনা খুব কম। 

  • অমিত মিশ্র

লক্ষনৌ সুপার জায়ান্টসের হয়ে ২০২৩ আইপিএলে যেন পুর্নজন্ম ঘটেছে লেগস্পিনার অমিত মিশ্রর। আইপিএলে এখনো পর্যন্ত ১৫৬ ম্যাচে মাত্র ৭.৩৫ ইকোনমিতে ১৬৯ উইকেট শিকার করেছেন এই তারকা। 

লেগস্পিনকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন অমিত মিশ্র। প্রথাগত লেগস্পিন,গুগলি, কুইকারের পাশাপাশি ফ্লাইট দিতে পটু এই তারকা। আইপিএলে বেশিরভাগ সময় দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে খেললেও এবারের মৌসুমে তিনি খেলছেন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। 

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ এক ক্যারিয়ার শেষে ইতোমধ্যেই বয়স ৪০ পেরিয়েছেন এই তারকা। এবারের মৌসুম শেষে তাই অমিত মিশ্র অবসর নিলে অবাক হবার কিছুই থাকবে না।  

  • দীনেশ কার্তিক

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে নাম লেখানোর পর থেকেই ফিনিশার হিসেবে নিজের জাত চিনিয়েছেন দীনেশ কার্তিক। ইনিংসের শেষদিকে মারকুটে ব্যাটিংয়ের সুবাদেই ক্যারিয়ারের শেষবেলায় জায়গা করে নিয়েছিলেন বিশ্বকাপগামী ভারত জাতীয় দলের স্কোয়াডে।

নিদাহাস ট্রফির ফাইনালে তাঁর সেই ইনিংসের গল্প আজো ভেসে বেড়ায় ক্রিকেটপ্রেমীদের আড্ডায়। সৌম্য সরকারের শেষ বলটা এক্সট্রা কাভারের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলকে অবিস্মরণীয় এক জয় এনে দিয়েছিলেন এই তারকা। আইপিএলে ব্যাঙ্গালুরুর পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মতো দলে খেলেছেন কার্তিক। 

২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তারুণ্যনির্ভর দল সাজানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। কার্তিকের তাই জাতীয় দলের দরজা প্রায় বন্ধ, সে কারণেই কিনা ২০২৩ আইপিএল হতে পারে তাঁর ক্যারিয়ারের শেষ আইপিএল। 

  • ইশান্ত শর্মা

মাত্র ১৯ বছর বয়সেই গোটা ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন তরুণ পেসার ইশান্ত শর্মা। সেবারে রিকি পন্টিংয়ের মতো তারকা ব্যাটসম্যান রীতিমতো খাবি খেয়েছিলেন এই তরুণের গতি আর বাউন্সে। 

আইপিএলে ৯৩ ম্যাচে ৭২ উইকেট তাই ইশান্তের মাহাত্ন্য ব্যাখ্যা করতে পারবে না মোটেই। লাল বলের ক্রিকেটে শতাধিক টেস্ট খেলা ইশান্তের রেকর্ডটা খানিকটা পানসেই লাগে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। 

অথচ ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের জয়ের অন্যতম রূপকার ছিলেন ইশান্ত। কিন্তু গত কয়েক বছরে জাতীয় দলের একাদশে জায়গা না পাওয়ায় এবারের মৌসুম শেষে অবসরের ঘোষণা দিতে পারেন অভিজ্ঞ এই পেসার। 

  • মহেন্দ্র সিং ধোনি

গত মৌসুম শেষেই মহেন্দ্র সিং ধোনি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের মৌসুমেই শেষবারের মতো মাঠে নামবেন তিনি। এবারের মৌসুমে পুরনো রূপে ফিরছেন এই তারকা এবং চাইবেন শিরোপা জিতেই বিদায়বেলা রাঙিয়ে তুলতে। 

৪১ বছর বয়সেও যেন ছক্কা হাঁকানোর দক্ষতায় বিন্দুমাত্র মরচে পড়েনি ধোনির। ইনিংসের শেষভাগে নেমে মারকুটে ব্যাটিংয়ে ম্যাচের চিত্রনাট্য বদলে দেয়া কিংবা ক্ষীপ্র উইকেটকিপিং, দুটোতেই যেন দেখা মিলছে সেই পুরনো ধোনির। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link