More

Social Media

Light
Dark

কে এগিয়ে? হরভজন, কুম্বলে নাকি অশ্বিন!

ভারতীয় উপমহাদেশে প্রজন্ম থেকে প্রজন্মে একের পর এক কিংবদন্তি স্পিনার এসেছেন। সাকলাইন মুশতাক, মুত্তিয়া মুরালিধরন, অনিল কুম্বলে প্রমুখ স্পিনারদের জন্ম এই ভারতীয় উপমহাদেশে, এমন আরো অনেকেই আসবেন।

ভারতীয় উপমহাদেশ স্পিনের জন্য অনেক বেশি কার্যকরী বলেই হয়তো এতো গ্রেট গ্রেট স্পিনারদের জন্ম এখানে। ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা দেশই স্পিনার নির্ভর। এর ফলে এখানে স্পিনাররা প্রচুর উইকেট পেয়ে থাকে। এই স্পিনারদের লড়াইয়ে কিছু স্পিনার নিজেদের অবস্থান বেশ উপরে নিয়ে গিয়েছেন।

তাঁদের মধ্যে অন্যতম হলেন ভারতীয় স্পিনার অনিল কুম্বলে, হরভজন সিং এবং রবিচন্দন অশ্বিন। ভারতের ইতিহাসের সেরা স্পিনার কে? – এই প্রশ্ন করলে এই তিনটি নাম অবধারিত ভাবেই চলে আসবে।

ads

ভারতের ইতিহাসে অন্যতম সেরা স্পিনার হলেন অনিল কুম্বলে। তিনি ছিলেন মূলত একজন লেগ স্পিনার। আর বর্তমান সময়ে ভারতের সেরা স্পিনার হলেন রবিচন্দন অশ্বিন। সময়ের সাথে সাথে কিংবদন্তি স্পিনার হবার দিকে বেশ খানিকটা এগিয়ে যাচ্ছেন তিনি। সময়ের সাথে সাথে হয়তো অনিল কুম্বলেকেও ছাড়িয়ে যাবেন। অনিল কুম্বলের বোলিংয়ে তাঁর সাথী ছিলেন ভারতের আরেক কিংবদন্তি স্পিনার হরভজন সিং। তিনিও খুব বেশি পিছিয়ে ছিলেন না কুম্বলের থেকে।

সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও দূর্দান্ত পারফর্ম করেছেন তিনি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭৮ টেস্ট। এই ৭৮ টেস্ট শিকার করেছেন ৪০৯ উইকেট। আর পাঁচ উইকেট নিয়েছেন ৩০ বার।

  • প্রথম ৭৬ টেস্ট

৭৬ তম টেস্ট পর্যন্ত ভারতের দুই স্পিনার অনিল কুম্বলে এবং রবিচন্দন অশ্বিনের মধ্যে একটু তুলনা করা যাক। তুলনা করাটা ঠিক হবে না। কারণ অনিল কুম্বলে এবং রবিচন্দন অশ্বিন দুই জনই দুই প্রজন্মের সেরা স্পিনার। দুই জনই খেলেছেন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে। তারপরও পরিসংখ্যানের দিক থেকে কার অবস্থান কি রকম সেটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে।

অনিল কুম্বলে, হরভজন সিং এবং রবিচন্দন অশ্বিন এই তিন স্পিনারের মধ্যে ৭৬ তম টেস্ট পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন রবিচন্দন অশ্বিন। এই সময়ের মধ্যে কুম্বলে শিকার করেছেন ৩৪৯ উইকেট, হরভজন শিকার করেছেন ৩২৩ উইকেট এবং অশ্বিন শিকার করেছেন ৩৯৪ উইকেট।

৭৬ তম টেস্ট পর্যন্ত অনিল তাঁর ঝুলিতে পাঁচ উইকেট নিয়েছিলেন ২০ বার আর রবিচন্দন অশ্বিন নিয়েছেন ২৯ বার। এই দিক থেকেও কুম্বলের থেকে বেশ খানিকটা এগিয়ে অশ্বিন। আর এই সময়ের মধ্যে হরভজন পাঁচ উইকেট শিকার করেছেন ২৩ বার।

ক্যারিয়ারের প্রথম ৭৬ টেস্টে ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন অশ্বিন। প্রথম ৭৬ টেস্টের মধ্যে ৪৫ টেস্টই ঘরের মাঠে খেলেছেন অশ্বিন। ঘরের মাঠে তাঁর পরিসংখ্যান হলো ৪৫ টেস্টে ২৭১ উইকেট। এর মধ্য পাঁচ উইকেট হলো ২৬ বার।

অপরদিকে ক্যারিয়ারের প্রথম ৭৬ টেস্টের মধ্যে কুম্বলে ঘরের মাঠে খেলেছেন মাত্র ৩৯ টেস্ট এবং হরভজন খেলেছেন ৪২ টেস্ট। কুম্বলে এই ৩৯ টেস্ট শিকার করেছেন ২২৬ উইকেট। যার মধ্যে পাঁচ উইকেট ছিলো ১৬ বার। অপরদিকে হরভজন সিং ৪২ টেস্টে শিকার করেছিলেন ২১৪ উইকেট এবং পাঁচ উইকেট নিয়েছিলেন ১৭ বার।

দেশের বাইরের রেকর্ডেও বেশ এগিয়ে অশ্বিন। দেশের বাইরে খেলা ৩১ টেস্টে ৩১.৭৮ গড়ে অশ্বিন নিয়েছেন ১২৩ উইকেট। বাকি দুইজন উইকেট নেয়ার দিক থেকে পিছিয়ে থাকলেও গড় এবং স্ট্রাইক রেটের দিক থেকে ভালোই এগিয়ে আছেন।

  • এশিয়ার বাইরে অবস্থান

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্থান এবং এমনকি কিছু ক্ষেত্রৈ ওয়েস্ট ইন্ডিজে স্পিনাররা বেশ ভালো পারফর্ম করতে পারে। এশিয়াতে অশ্বিনের বোলিং গড় ২২.৩২ এবং কুম্বলে আর হরভজনের বোলিং গড় যথাক্রমে ২৭ এবং ৩২.০১।

এশিয়ার বাইরেও সবার চেয়ে এগিয়ে আছেন অনিল কুম্বলে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে সাধারণত স্পিনাররা সাফল্য পায় না। সেখানে ব্যতিক্রম ছিলেন অনিল কুম্বলে। তিনি এইসব পেস নির্ভর উইকেটের দেশে প্রথম ৭৬ ম্যাচের মধ্যে খেলেছেন ৩৫ ম্যাচ। এতে তিনি শিকার করেছেন ১৪১ উইকেট এবং পাঁচ উইকেট নিয়েছেন পাঁচ বার।

অপরদিকে অশ্বিন এইসব দেশের মাটিতে খেলেছেন ২০ টেস্ট। এখানে শিকার করেছেন ৬৩ উইকেট। এখনো পেস নির্ভর এইসব দেশের উইকেটে পাঁচ উইকেট শিকার করতে পারেননি তিনি। আর হরভজন সিং পেস নির্ভর এইসব দেশে খেলেছেন ১৯ টেস্ট । এই ১৯ টেস্টে হরভজন শিকার করেছেন ৬২ উইকেট এবং পাঁচ উইকেট নিয়েছেন তিন বার।

টেস্টের চতুর্থ ইনিংস একটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। তাই চতুর্থ ইনিংসে বোলারের গুরুত্ব অনেক বেশি। কারণ তাদের দক্ষতাতেই একটি ম্যাচ জেতা সম্ভব হয়।

  • চতুর্থ ইনিংস ফ্যাক্ট

চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি বোলিং করেছেন হরভজন সিং। ২৪ বার ম্যাচের শেষ ইনিংসে বোলিং করেছেন তিনি। ২৪ ইনিংসে তিনি শিকার করেছেন ৩৭ উইকেট এবং পাঁচ উইকেট নিয়েছিলেন দুই বার। এই তিনজনের মধ্যে চতুর্থ ইনিংসে সবচেয়ে সফল হলেন অশ্বিন।

তিনি ২২ বার ম্যাচের শেষ ইনিংসে বল করেছেন। এই ২২ ইনিংসে তিনি শিকার করেছেন ৬৩ উইকেট এবং পাঁচ উইকেট নিয়েছিলেন ছয় বার। আর কুম্বলে চতুর্থ ইনিংসে শিকার করেছেন ৪২ উইকেট এর মধ্যে পাঁচ উইকেট একবার।

হরভজন সিং, অনিল কুম্বলে এবং রবিচন্দন অশ্বিন তিন জন তিন প্রজন্মের স্পিনার। তারা তাদের নিজেদের প্রজন্মের সেরা স্পিনার। তাদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে আছে অনিল কুম্বলে। কারণ তিনি খেলেছিলেন একদম ভিন্ন পরিস্থিতিতে। তবে পরিসংখ্যানের দিক থেকে অবশ্যই সবার আগে থাকবেন রবিচন্দন অশ্বিন।

লেখক পরিচিতি

খেলাকে ভালোবেসে কি-বোর্ডেই ঝড় তুলি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link