More

Social Media

Light
Dark

গেইলের টেস্ট-অনুভূতি

সীমিত ওভারের ক্রিকেটের দস্যু তিনি। তিনি টি-টোয়েন্টির ফেরিওয়ালা। তবে, ক্রিস গেইলের মনের একটা অংশ জুড়ে আজো আছে টেস্ট ক্রিকেট। অথচ, এই ফরম্যাটটা ২০১৪ সালের পর থেকে আর খেলেননি গেইল।

ভারতীয় ক্রিকেটের মায়াঙ্ক আগারওয়ালের একটা অনলাইন শো-তে হাজির হয়ে গেইল জানালেন তাঁর টেস্ট-অনুভূতির কথা। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট হল চূড়ান্ত অধ্যায়। টেস্ট ক্রিকেট খেলতে পারাটা জীবনকে জানার একটা বড় সুযোগ, কারণ পাঁচদিনের ক্রিকেট খেলাটা খুবই চ্যালেঞ্জিং। এটা অনেকবার আপনার পরীক্ষা নেই, নিশ্চিত করে আপনি পুরোটা সময় যেন নিয়ম মেনে চলেন। টেস্ট ক্রিকেট আপনাকে কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার শিক্ষা দেয়।’

গেইলের বিরুদ্ধে পুরনো অভিযোগ হল, তিনি ছোট ফরম্যাটে বেশি মনোযোগী। তবে, ৪০ বছর বয়সী গেইল তরুণদের বললেন, টেস্টের দক্ষতা অর্জন করতে।

ads

গেইলের ভাষ্য, ‘টেস্ট ক্রিকেট খেলার অর্থ হল দক্ষতার পরীক্ষা নেওয়া আর মানসিক দৃঢ়তা গড়ে তোলা। এটা আপনাক নিবেদিত করে, নিজের কাজটা উপভোগ করতে শেখায়। এটা শুধু খেলাধুলার জীবনের জন্য না, জীবনের অন্যান্য ক্ষেত্রেও সত্য। একটা বিষয় কাজ না কররে, আরেকটা সুযোগ আপনার জন্য আসবেই। তাই, কখনোই মনকে ছোট করতে নেই – সেটা আপনি ক্রিকেটার হন কিংবা না হন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link