More

Social Media

Light
Dark

যে দিকে যাই, চ্যাম্পিয়ন হই

এই সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ।

আইপিএল তো ক্রিকেটের এই ফরম্যাটে রীতিমত বিপ্লবই এনে দিয়েছে। বিগ ব্যাশও গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ বটে। এখনকার অনেক ক্রিকেটারের জন্যই আইপিএল ও বিবিএল খেলা রীতিমত স্বপ্ন। আর কেউ যদি এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগেরই শিরোপার স্বাদ পেয়ে থাকেন তাহলে তো অবিশ্বাস্যও বটে।

যেহেতু ভারতের ক্রিকেটাররা বিগ ব্যাশ খেলতে পারেন না তাই তাঁদের এই তালিকায় আসাটা সম্ভব নয়। তাই এই তালিকায় অজি ক্রিকেটারের সংখ্যাই বেশি। তাছাড়া টি-টোয়েন্টি লিগ গুলোর সবচেয়ে বড় চমক ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ছাড়াই বা কী করে এই তালিকা হয়। সবমিলিয়ে এই বড় দুই ফ্রাঞ্চাইজি লিগ জয় করা ক্রিকেটারদের নিয়েই আজকের আয়োজন।

ads
  • শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)

টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন শেন ওয়াটসন। তাঁর ব্যটিং ,বোলিং ও ফিল্ডিং দিয়ে যেকোনো টি-টোয়েন্টি দলে থাকার যোগ্যতা রাখেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। খুব স্বাভাবিকভাবেই আইপিএল ও বিবিএল দুই ফ্র্যাঞ্চাইজি লিগেই শিরোপা জয় করেছেন তিনি।  আইপিএলে শিরোপা জিতেছেন রাজস্থান ও চেন্নাইয়ের হয়ে। এদিকে বিবিএলে সিডনির হয়ে একাধিকবার শিরোপা জয় করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

  • ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হট কেক ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। সারাবিশ্বের নানা ফ্রাঞ্চাইজি লিগে খেলে বেড়ান টি-টোয়েন্টি ক্রিকেটের এই তারকা। আইপিএল ও বিবিএলেও তাঁকে নিয়ে সমানভাবেই লড়াই করে ফ্র্যাঞ্চাইজি গুলো। তিনি এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগের শিরোপাই তুলে ধরেছেন। চ্যাম্পিয়ন ব্রাভো আইপিএল জিতেছেন চেন্নাইয়ের হয়ে এবং বিবিএল জিতেছেন সিডনির হয়ে।

  • মিশেল জনসন (অস্ট্রেলিয়া)

অজি এই দানবসুলভ পেসার আইপিএল ও বিবিএলের নিয়মিত ও সফল মুখ। আইপিএলে শিরোপা জিতেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। বিগব্যাশেও  শিরোপা জিতেছেন ব্রিসবেনের হয়ে। দুই শিরোপা জয়েই দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

  • মাইকেল হাসি (অস্ট্রেলিয়া)

মিস্টার ক্রিকেট খ্যাত অজি ব্যাটসম্যান মাইকেল হাসি বিগ ব্যাশে নিয়মিত না খেললেও ২০১৫ সালে সিডনির হয়ে শিরোপা জয় করেন তিনি। আইপিএলে শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। সেখানে শিরোপা জিতেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ধোনির সাথে তাঁর রসায়ন ছিল দেখার মত।

  • মোজেস হেনরিকস (অস্ট্রেলিয়া)

এই নামটা আন্তর্জাতিক ক্রিকেটে খুব পরিচিত নয়। বিগ ব্যাশের অন্যতম সফল ক্রিকেটার মোজেস হেনরিকস। ২০১৯ ও ২০২০ সালে সিডনি সিক্সার্সের হয়ে পরপর দুইবার শিরোপা জয় করেন তিনি। এছাড়া ২০১৬ সালে আইপিএলের চ্যাম্পিয়ন হায়দ্রাবাদের হয়েও খেলেছেন তিনি।

  • বেন কাটিং (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেটের বড় নাম বেন কাটিং। ২০১২ সালে ব্রিসবেনের হয়ে বিগ ব্যাশের শিরোপা জয় করেন তিনি। তারপর ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলের শিরোপা জিতেছিলেন তিনি। সেই ফাইনাল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ ও হয়েছিলেন বেন কাটিং।

  • প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)

পেট কামিন্স আইপিএলের শিরোপা জিতেছিলেন কলকাতা নাইটা রাইডার্সের হয়ে। বিগ ব্যাশেও ২০১১ ও ২০১৫ সালে মোট দুইবার শিরোপার স্বদ পান তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন তাঁর বেশ নাম ডাক। এখানে ব্যাটিং বা বোলিং – দুটোতেই তিনি সমান পারদর্শী।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link