More

Social Media

Light
Dark

দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে

সেঞ্চুরির সাথে সাথে হার্শা ভোগলে বলে দিয়েছেন যেটা আসলে লিখতে যাচ্ছিলাম, ‘ক্যাপটেন্স নক- শব্দটা আমরা প্রায়ই বলে থাকি। যদি ক্যাপ্টেন্স নক শব্দটার যথার্থ কোন নক থেকে থাকে, তাহলে এটাই সেই ইনিংস!’

আসলেই তাই।

গতকাল যখন আজিঙ্কা রাহানে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে অ্যাটাকিং ফিল্ডিং সাজালো তখনই একটা গ্রুপে লিখেছিলাম যে কোহলি আর রাহানের অধিনায়কত্বের পার্থক্য হচ্ছে রাহানে তাঁর ক্যাপ্টেন্সিতে অ্যাটাকিং; কিন্তু মাথা গরম অ্যাগ্রেসিভ না! অন্য দিকে কোহলি অ্যাটাকিং হতে গিয়ে মাথা গরম করে ফেলে আর ভুল করে বসে! কোহলির অনুপস্থিতিতে রাহানে আগেও তাঁর ঠাণ্ডা মাথার আক্রমাত্মক অধিনায়কত্ব দেখিয়েছে।

ads

গত টেস্টে ৩৬ রানের বিপর্যয়ের পরে, একজন ভিরাট কোহলির অনুপস্থিতিতে একজন অধিনায়কের ঠিক যেভাবে সামনে থেকে নেতৃত্ব দেবার কথা- রাহানে গতকাল থেকে ঠিক তাই করে যাচ্ছে!

আজকের ইনিংসে যেভাবে গুড লেংথ থেকে শর্ট লেংথ পর্যন্ত বেশিরভাগ বলই কেবল সফট হ্যান্ডে খেলে গেছেন। ফুল লেংথে বলের উপরে গিয়ে স্ট্রেট ব্যাটে খেলেছেন। তাতে প্রত্যেকটা কভার ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ হয়েছে একদম পিকচার পারফেক্ট। একটার পরে আরেকটাকে বলতে ইচ্ছা হয়েছে ‘গ্লোরিয়াস’! স্পিনারের বিরুদ্ধে বলের লাইনে পা নিয়ে চেষ্টা করেছেন বলের পিচে গিয়ে ডিফেন্ড করতে! শর্টগুলোকে কাট করেছেন!

এই মেলবোর্নেই ২০১৪ তে ১৪৭ রান করেছিলেন ১৭১ বলে। আজকে প্রথম ৫০ করতে খেলেছেন ১১১ বল। তখন পর্যন্ত স্ট্রাইক দিচ্ছিলেন পান্ট, বিহারীদের। জাদেজা আসার পরে মনে করলেন রান করবার দায়িত্বে নিজেকে মুখ্য ভূমিকা নিলেন। সেঞ্চুরি আসলো ১৯৭ বলে!

 

পুরো ইনিংসে দুইটা বলে নড়বড়ে হয়েছিলেন। একটা এজ বের হয়ে গেছে উইকেটকিপার আর ফার্স্ট স্লিপের মাঝখান দিয়ে। আর ৭৩ রানে জীবন পেয়েছেন স্টিভেন স্মিথের হাতে! সব পারিপার্শ্বিকতার অসাধারণ একটা সেঞ্চুরিতে কলঙ্কের দাগ এই একটাই!

লিডটাকে ভারত শেষ পর্যন্ত কততে নিয়ে যাবে সেটা সময়ই বলবে! ফলাফলও যেকোন দিকে যেকোন কিছু হতে পারে। কিন্তু মেলবোর্নে ২০২০ বক্সিং ডে টেস্টে আজিঙ্কা রাহানের ইনিংসটা ধ্বংসস্তূপে পড়ে ট্রল হওয়া একটা দলের জন্য আদর্শ ক্যাপ্টেন্স ইনিংস হয়েই থাকবে!

পুনশ্চ: স্টিভেন স্মিথ দ্বিতীয় ইনিংসে কীভাবে তাঁর প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া আর রাহানের ক্যাচ মিস করবার প্রায়শ্চিত্ত কীভাবে করবেন, সেটা দেখার জন্য বসে আছি!

পুনশ্চ ২: লিখতে লিখতে ট্রাভিস হেড রাহানের ক্যাচ আবার মিস করলো! মনে হচ্ছে, ভাগ্য ঠাণ্ডা মাথার রাহানের পক্ষে কথা বলছেই!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link