More

Social Media

Light
Dark

ভারতের নেতৃত্ব সংকট

বৈশ্বিক আসরে বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে একটা সমালোচনা আগে থেকেই ছিল। তবে তাঁর ব্যাটে রান নিয়ে কখনো প্রশ্ন উঠেনি। আন্তর্জাতিক ক্রিকেটে রান করাটাকে মোটামুটি ডাল ভাতে পরিণত করেছিলেন এই ব্যাটসম্যান। তবে গত বছর দুই ধরে ব্যাট হাতেও সময়টা ঠিক কোহলির মত যাচ্ছেনা। ফলে সেটার প্রভাব পড়ছে ভারত দলেও।

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সুপার টুয়েলভ থেকে বিদায় নিলে এই আলোচনা আরো তীব্র হয়। বিশ্বকাপের পরেই অবশ্য টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তখন থেকেই কথা হচ্ছিল ওয়ানডে দলে ভারতকে নেতৃত্ব দেবেন কে। ভারতের অনেক গণমাধ্যমই বলছিল ওয়ানডে অধিনায়কত্বেও কোহলিকে রাখতে চায় না ভারত। যদিও কোহল জানিয়েছিলেন ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে এখনো ভারতকে নেতৃত্ব দিতে চান তিনি।

তবে শোনা যাচ্ছে ভারতের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড় ওয়ানডে ক্রিকেটে কোহলিকে আর অধিনায়ক হিসেবে চান না। তিনি পুরো সাদা বলের ক্রিকেটের দায়িত্ব তুলে দিতে চান রোহিত শর্মার হাতে। ওদিকে রোহিত শর্মা ইতোমধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেছেন।

ads

ফলে আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা হলেই জানা যাবে বিরাট কোহলি আদৌ ওয়ানডে অধিনায়ক হিসেবে থাকছেন কিনা। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক সিনিয়র কর্মকর্তা মনে করেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখনই রোহিত শর্মার হাতে দায়িত্ব তুলে দেয়া উচিৎ। তাহলে রোহিত দল গুছানোর জন্য ও পরিকল্পনা করার জন্য যথেষ্ট সময় পাবেন।

ভারতের এক গণমাধ্যমকে সেই বিসিসিআই কর্মকর্তা বলেন,’ এই মুহূর্তে এটা বলা কঠিন যে বিরাট কোহলি তাঁর ওয়ানডে অধিনায়কত্ব ধরে রাখতে পারবে কিনা। যদিও এই বছর ওয়ানডে ক্রিকেট খুব বেশি গুরুত্বপূর্ন না। শুধু বিচ্ছিন্ন কয়েকটি ম্যাচ আছে। ফলে চাইলে একটু সময় নিয়েও সিদ্ধান্তটা নেয়া যায়।‘

তিনি আরো যোগ করেন, ‘তবে এর পাল্টা যুক্তিও আছে। যেহেতু অধিকাংশ মানুষই একমত যে রোহিতকে অধিনায়কত্ব তুলে দেয়া উচিৎ তাহলে শুধুশুধু দেরি করে কী লাভ। এখনই তাঁকে দায়িত্ব দিলে সে ২০২ বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা শুরু করতে পারবে।’

ওদিকে নিজের সহ-অধিনায়কত্ব হারাতে পারেন আজিঙ্কা রাহানে। লম্বা সময় ধরেই টেস্টে বিরাটের ডেপুটি হিসেবে কাজ করে যাচ্ছেন এই ব্যাটসম্যান। তবে অফ ফর্মের কারণে তাঁর জায়গা নিয়েও উঠেছে প্রশ্ন। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না ইনজুরির কারণে।

বিসিসিআই এর সেই কর্মকর্তা মনে করেন রাহানের অফ ফর্মের কারণেই তাঁকে আর এই দায়িত্বে না রাখা যেতে পারে। সেক্ষেত্রে তাঁর জায়গায় সহ অধিনায়ক হিসেবে ভারতের প্রথম পছন্দ হবে রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির ডেপুটি হিসেবে তাকেই দেখতে চায় টিম ম্যানেজম্যান্ট।

সেই কর্মকর্তা বলেন, ‘অবশ্যই সে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে তবে তাঁর ইনিজুরির কিছু সমস্যা আছে। এছাড়া একাদশ থেকেও তাঁর বাদ পড়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। ফলে একাদশে যার জায়গা নিশ্চিত না তাঁকে আপনি কীভাবে সহ-অধিনায়ক হিসেবে রাখবেন। রাহানের জায়গা রোহিত শর্মাই আমাদের প্রথম পছন্দ। রোহিত তো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও ভারতের সহ-অধিনায়ক ছিল।’

এই মাসেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারত দল। ফলে সেই সিরিজের দল ঘোষণা হলেও এসব অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link