More

Social Media

Light
Dark

সাকিবের দলে ফিরবেন তো তামিম!

আর সপ্তাহ দুয়েক পরেই এশিয়া কাপ, বাংলাদেশ দলের তোড়জোড়ও এখন এই টুর্নামেন্টকে ঘিরে। ইতোমধ্যে ১৭ সদস্যের দলও ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এসবের মাঝে বিশ্বকাপ নিয়ে আলোচনা চলছে, ভারতের মাটিতে কেমন হবে টাইগারদের দল সেটা নিয়ে ভাবছেন অনেকে।

আর এই ভাবনার অনেকটুকু জুড়েই আছেন সদ্য বিদায়ী অধিনায়ক তামিম ইকবাল। ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে নিজেকে সরিয়ে নেয়া এই ওপেনার কি বিশ্বকাপে সুযোগ পাবেন – এমন প্রশ্ন প্রায় উঠে আসছে ক্রিকেটপ্রেমীদের আড্ডায়।

নামের ভারে হয়তো বলা যায়, তামিম ইকবাল নিশ্চিতভাবেই থাকবেন এবারের বিশ্বকাপে। তবে মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেয়ার ঘটনায় স্পষ্ট হয়েছে এখন অন্তত নাম নয়, পারফরম্যান্সকেই গুরুত্ব দেয় টিম ম্যানেজমেন্ট। তাই স্রেফ ‘তামিম’ বলেই তিনি বিশ্বকাপের টিকিট পাবেন সেটা আশা করাটা অমূলক; বরং তামিম সুলভ পারফর্ম করতে পারলেই ওপেনিংয়ে আবারো ফিরবেন চট্টলার খান সাহেব।

ads

আপাতত নিউজিল্যান্ড সিরিজে চোখ রেখেছেন তামিম ইকবাল; কিউইদের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার লক্ষ্য রয়েছে তাঁর। আর এই সিরিজে রান পেলেই সাকিব আল হাসানের দলে সুযোগ মিলবে তামিমের। শুধু রান পেলেই হবে না, সেটা হতে হবে মানানসই স্ট্রাইক রেটে। কেননা ধীরগতির ব্যাটিংয়ের জন্য প্রায় সমালোচিত হন এই বাঁ-হাতি; অন্যদিকে হেডকোচ চান্দিকা হাতুরুসিংহে আর অধিনায়ক সাকিব বরাবরই আগ্রাসী সূচনা চান।

অবশ্য মাত্রই চোট সারানোর লড়াই শুরু করা তামিম ইকবাল মাঠে ফিরেই অতিমানবীয় কিছু করে ফেলবেন সেই সম্ভাবনা একটু কম। বিশেষ করে তাঁর বর্তমান ফিটনেস লেভেল আর রিফ্লেক্সে যদি উল্লেখযোগ্য উন্নতি না হয়, তবে বিশ্বকাপ খেলার স্বপ্ন ফিকে হয়ে যেতে পারে ড্যাশিং ওপেনারের।

এতসব হিসেব নিকেশ উলট পালট হয়ে যেতে পারে যদি এশিয়া কাপে দারুণ কিছু করে বসেন ব্যাকআপ ওপেনাররা। নাইম শেখ কিংবা তানজিদ হাসান তামিম যদি কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেন তাহলে তামিম ইকবালের একাদশে ফেরা আরো কঠিন হয়ে যাবে।

ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া জয়ের মিশন। প্রথম ম্যাচে হয়তো লিটন দাসের সঙ্গী হবেন নাইম শেখ। তিনি যদি ভাল কিছু করতে পারেন তাহলে তো হলোই, না পারলে একাদশে দেখা যেতে পারে আরেক বামহাতি তানজিদ হাসান তামিম। বয়সে তরুণ হলেও নাইমের চেয়ে তামিমের উপরই সম্ভবত ভক্ত-সমর্থকদের প্রত্যাশা একটু বেশি।

আপাতত দেখার বিষয় এশিয়া কাপে কেমন করে বাংলাদেশের টপ অর্ডার। কেবল ওপেনিং নয়, তামিম ইকবালকে দলে ফেরাতে তিন নম্বরেও বদল দেখা যেতে পারে। তানজিদ কিংবা নাইম দারুণ কিছু করে ফেললো, কিউই সিরিজে টিম ম্যানেজম্যান্টকে সন্তুষ্ট করলো তামিম ইকবালের ফর্ম আর এসব ম্যাচে বলার মত কিছু করতে পারলেন না নাজমুল শান্ত – সেক্ষেত্রে হয়তো শান্তকেই বাদ দিয়ে একাদশ সাজাবে টিম টাইগার্স।

সবকিছু এখনো ভবিষ্যত, অপেক্ষা তাই করতেই হচ্ছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে নাইম, তানজিদদের পারফরম্যান্স আর প্রত্যাবর্তনে তামিমের ফর্ম – সব গুলো হিসেব মেলানোর পরেই বোঝা যাবে বিশ্বকাপের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link