More

Social Media

Light
Dark

টি-টোয়েন্টি দলে মুনিম শাহরিয়ার

আফগানিস্তানের বিপক্ষে ১৪ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে রেখে দল সাজিয়েছে বাংলাদেশ। বিপিএলে দুর্দান্ত পারফরম করে আফগান সিরিজে জায়গা করে নিয়েছেন মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী রাব্বি। এছাড়া পেস বিভাগে নতুন মুখ শহিদুল ইসলাম পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর এবারও থাকছেন।

বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে দুর্দান্ত বল করে দলকে জয় এনে দেন শহিদুল। পুরো টুর্নামেন্টেই অসাধারণ বোলিং করেন এই তরুণ পেসার!

সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাদ পড়া মুশফিকুর রহিমও ফিরছেন এই সিরিজ দিয়ে। তবে টানা হতাশাজনক পারফরম্যান্সের পরেও আসন্ন সিরিজের জন্য দলে টিকে গেছেন মোহাম্মদ নাঈম শেখ। সবশেষ বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে বেশ হতাশাজনক পারফরম করেন এই ওপেনার!

ads

২৩ বছর বয়সী মুনিম শাহরিয়ার সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৬ ম্যাচে ১৫২ স্ট্রাইক রেটে ১৭৮ রান করেন। অপরদিকে, ১১ ম্যাচে ১৪০ স্ট্রাইক রেটে ২১৯ রান করেন ইয়াসির আলী রাব্বি। সমর্থকদেরও প্রত্যাশা ছিলো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সুযোগ পাবেন এই দুই তরুণ তারকা। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান ও শামিম হোসেন পাটোয়ারি।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডের পর ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় এবং ২৮ ফেব্রুয়ারি শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩ মার্চ প্রথম টি-টোয়েন্টির পর ৫ই মার্চ অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে শেষে দুই টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পৌঁছাবে দুই দল। ওয়ানডে সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই চট্রগ্রামে পা দিয়েছে দুই দল। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দুই ফরম্যাটেই বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানরা।

  • আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।

  • আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড
মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নাজিব জাদরান, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, দারউইশ রসুল, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরফউদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কায়েস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ, ফরিদ আহমেদ মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link