More

Social Media

Light
Dark

রোমাঞ্চকর নাটকীয়তার শেষ বলে কিছু নেই

ধারাভাষ্যকক্ষে ডেভিড গাওয়ার বললেন, ‘Is this the moment to bring back the line – By the barest of margins…’

ব্যবধানটা যখন স্রেফ ১ রানের, তখন আসলে প্রশ্নের অবকাশই নেই। প্রতিপক্ষ যখন সেই দুই দলই, তখন ওই লাইনটিই আসবে। অবধারিত। গাওয়ারও আসলে প্রশ্ন করেননি, উপলক্ষটা রাঙিয়েছেন ওই লাইনটি এনে।

ক্রিকেট খেলাটাই এমন। লর্ডসের সেই ফাইনালের পর আপনার হয়তো মনে হয়েছে রোমাঞ্চ, উত্তেজনা, রুদ্ধশ্বাস সমাপ্তির চূড়ান্ত এটিই। তুলনীয় আর কিছু হবে না। কিন্তু সেই দুই দলই তুলনায় আসার মতো আরেকটি সমাপ্তি উপহার দিল ৫ দিনের শেষে। ক্রিকেটের ভাণ্ডারে রোমাঞ্চ আর নাটকীয়তার শেষ বলে কিছু নেই।

ads

শেষ উইকেট নিয়ে নিল ওয়্যাগনারের খ্যাপাটে দৌড়, ক্যাচ নিয়ে মাটিতে শুয়েই টম ব্লান্ডেলের উদযাপন, মাঠ আর গ্যালারিতে কিউইদের উল্লাস, হতাশায় মাথা নুইয়ে থাকা জিমি অ্যান্ডারসন… এই সব কিছু ছাপিয়ে আমার চোখ আটকে রইল বেন স্টোকসের হাসিতে। ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলেন যখন, তার মুখে তখন এক চিলতে হাসি!

আপনি ভাবতে পারেন, বেমানান। এমন পরাজয়ের পর হাসি কীভাবে আসে! কিন্তু আমার মনে হলো, জয়-পরাজয়ের সাধারণ সমীকরণ ছাপিয়ে ক্রিকেট নামক খেলাটার বিশালত্ব আর শ্রেষ্ঠত্বের বিজ্ঞাপনই আসলে ফুটে উঠল ইংলিশ অধিনায়কের ওই হাসিতে।

ও হ্যাঁ, ‘By the barest of margings…by the barest of all margins’ লাইনটির জন্মদাতার আজকে জন্মদিন। জীবনের ইনিংসে ৬৬ পূর্ণ করলেন তিনি আজ।

দল ১৩১ রানে ৭ উইকেট হারানোর পর ক্রিজে গিয়ে ১৩৬ বলে ১৭৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন যিনি, এখনও যা ৯ নম্বরে নেমে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড, এক ইনিংসেই ৭ ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ড যে কিপারের – সব ক্রিকেটীয় কীর্তিকে ছাপিয়ে তিনি অমর হয়ে গেছেন ওই একটি লাইনেই।

ইয়ান ডেভিড স্টকলি স্মিথ– আপনার জন্মদিনে কী দারুণ এক উপহারই না দিল উত্তরসূরিরা! ‘By the barest of margins’ মানে নিউজিল্যান্ডের জন্য শুধু হাহাকারই নয়, উদ্ভাসিত আনন্দও!

– ফেসবুক থেকে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link