More

Social Media

Light
Dark

বুমরাহ ও বিশ্বকাপ সমীকরণ

ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে বাজে দু:স্বপ্নটি সত্যি হল। দলের সবচেয়ে বড় পেস ভরসা জাসপ্রিত বুমরাহকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে। ঘটনার খলনায়ক ব্যাকস্ট্রেস ইনজুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্বালে ভারতীয় শিবিরে এমন দু:সংবাদ বেশ বড় একটি ধাক্কাই বটে। কারণ দলে একজন বুমরাহ থাকা মানে, ভারতীয় পেস আক্রমণ কয়েক গুণ বেশি শক্তিশালী। বিসিসিআই সোমবার একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বুমরাহর না থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

ইনজুরির কারণে এশিয়া কাপে ছিলেন অনুপস্থিত। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আবারও ফিরেছিলেন ক্রিকেটে। কিন্তু এক ম্যাচ না যেতেই আবারও ইনজুরির কবলে পড়লেন তিনি। অথচ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহকে ভাবা হচ্ছিল ভারতের তুরুপের তাস। সেই আসায় গুড়ে বালি!

এই মুহুর্তে ভারতীয় দলের সামনে বড় সংকট হলো জাসপ্রিত বুমরাহর বদলি খোঁজা। বাস্তব প্রেক্ষাপটে তা প্রায় অসম্ভব। কারণ বুমরাহ এমন একজন বোলার, যার যোগ্য রিপ্লেসমেন্ট কেউ হতে পারেনা। বড় জোর কাজ চালানোর মতো কাউকে পাবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু বুমরাহ ম্যাজিক তো কেবল বুমরাহই দেখাতে পারে। ভারতের জন্য তাই অপূরণীয় এক ক্ষতির নাম জাসপ্রতি বুমরাহর অনুপস্থিতি। ধারণা করা হচ্ছে, এই ইনজুরিতে বছরের বাকি সময়টা খেলার বাইরেই কাটাতে হবে বুমরাহকে।

ads

কে হবে বিশ্বকাপের আসরে বুমরাহ-র বিকল্প এই নিয়ে জল্পনা- কল্পনার শেষ হচ্ছেনা। খুব সম্ভবত স্ট্যান্ডবাই থাকা মোহম্মদ শামি এবং দীপক চাহারের মধ্যে কোনো একজনকে দলে নেওয়া হবে। এদিকে আবার আইসিসির নিয়মানুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত রিজার্ভের বাইরে থেকে কাউকে দলে ডাকা সম্ভব। তাই এটাও শোনা যাচ্ছে যে রিজার্ভের বাইরে থাকা মোহাম্মদ সিরাজের ডাক পড়তে পারে। কারণ সিরাজকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরাহের বদলি হিসেবে মনোনীত করা হয়েছিল। কিন্তু মোহাম্মদ শামি, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে একটিও টি-টোয়েন্টি ম্যাচ না খেললেও বুমরাহর জায়গায় তাঁকে দেখার সম্ভাবনাটা বেশ প্রকট। তবে খুব শীঘ্রই বুমরাহর বিকল্প বিষয়ে বিসিসিআই থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

এদিকে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার মনে করেন বুমরাহর অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা কারো পক্ষে পূরণ করা অসম্ভব। সুরিয়াকুমার যাদবের অসাধারণ ফর্ম ও বিরাট কোহলির প্রত্যাবর্তন মিলিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ এখন বেশ শক্তিশালী অবস্থানে। কিন্তু ঠিক ততটাই করুণ দশা তাঁদের বোলিং লাইন-আপের। তাছাড়া ইদানিং ভারতের ডেথ ওভারের বোলিংটা সবাইকে বড্ড ভাবাচ্ছে। পাওয়ারপ্লে তে দারুণ বোলিং করলেও, প্রায় প্রতি ম্যাচেই শেষের ওভারগুলোয় শুরুর ছন্দ ধরে রাখতে পারছেন না ভারতীয় বোলাররা। শেষ দিকে এসে দেদারছে রান বিলিয়ে আসছেন বোলাররা।

যাইহোক ভারতের সামনে এই মুহুর্তে বিশাল চ্যালেঞ্জ। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, এবার হারালেন তারকা পেসার জাসপ্রীত বুমরাহকে। সবমিলিয়ে কেবল শক্তিশালী ব্যাটিংয়ের রসদ নিয়ে মাঠে নামলেই হবেনা, এই সময়ের মধ্যে তাঁদের বোলারদের ডেথ ওভারের উপযুক্ত করে তুলতে হবে। বোলিং সাইডকে শক্তিশালী করে তুলতে হবে। বুমরাহর পরিবর্তে সবচেয়ে ভালো বিকল্প বাছাই করতে হবে। তবেই বিশ্বকাপ মিশনের ভারত নিজেদের ছাপ ফেলতে পারবে। ‘ম্যান ইন ব্লু’- রা দিনশেষে সংকটকে কতটা শক্তিতে পরিণত করতে পারবে সেটাই দেখার পালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link