More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

বার্সার রাডারে ব্রাজিলিয়ান যুবা!

এক যুগ পর আবারো অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। যুব কোপা আমেরিকা নামে পরিচিত এ টুর্নামেন্টের রুদ্ধশ্বাস ফাইনালে গতকাল উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।

এর আগে, সর্বশেষ ২০১১ সালে নেইমারের হাত ধরে যুব কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল। এবার ঠিক এক যুগ পর একই প্রতিপক্ষের বিপক্ষে জিতে শিরোপা পুনরুদ্ধার করলো ব্রাজিলিয়ান যুবারা। ব্রাজিলের হয়ে এ ম্যাচে দুটি গোল এসেছে আন্দ্রে সান্তোস আর পেদ্রিনহোর পা থেকে।

এবারের অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকার চ্যাম্পিয়নশীপে একপ্রকার অপরাজেয়ই ছিল ব্রাজিলের এ দলটা। পুরো টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচেই ড্র করেছে সেলেসাওরা। বাকি সব ম্যাচেই পূর্ণ আধিপত্য বিস্তার করে জয় তুলে নিয়েছে। আর এমন আগ্রাসী দলটার বেশ কিছু ফুটবলারের উপর চোখ রেখেছে ইউরোপিয়ান দলগুলো।

ads

ফাইনাল ম্যাচে গোল পাওয়া আন্দ্রে সান্তোস আগে টুর্নামেন্ট শুরুর আগেই চেলসিতে নিজের নাম লিখিয়েছিলেন। ব্রাজিলিয়ান দল ভাস্কো দা গামার হয়ে দুই মৌসুম কাটানোর পর এ মৌসুম থেকেই ব্লুজদের হয়ে খেলবেন।

তবে ব্রাজিলের যুব কোপা জয়ের পথে সবচেয়ে বেশি নজর কেড়েছেন এই দলের স্ট্রাইকার ভিটর রোকে। আর সেই রোকেকেই এবার দলে টানতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এবারের যুব কোপা আমেরিকায় সর্বোচ্চ ৬ টি গোল এসেছে ভিটর রোকের পা থেকে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত এ পারফর্ম্যান্সই তাঁকে বার্সেলোনার রাডারে নিয়েছে।

এই মুহূর্তে ব্রাজিলের ক্লাব অ্যাথলেটিকো প্যারানায়েন্সের হয়ে খেলছেন তিনি। এর আগে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ক্রুইজেরোর হয়েও খেলেছিলেন। ১৭ বছর বয়সী এ স্ট্রাইকারকে তাই ভবিষ্যতের কথা ভেবেই সামনে সামার ট্রান্সফারে দলে ভেড়াতে যাচ্ছে বার্সেলোনা।

স্পেনে জন্ম হলেও এবারের অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশীপে উরুগুয়ের হয়ে খেলেছিলেন আলভারো রদ্রিগেজ। যিনি রিয়াল মাদ্রিদের আরেক দল কাস্তিয়ার হয়ে খেলেন। ১৮ বছর বয়সী এ ফুটবলারকেও ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করছে ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

ব্রাজিলিয়ান তরুণ ফুটবলারদের উপর বরাবরই নজর থাকে স্প্যানিশ ক্লাবগুলোর। সেই যাত্রায় সান্তোসের নেইমার পাড়ি জমিয়েছিলেন বার্সাতে। আবার ব্রাজিল ও রিয়ালের প্রাক্তন ফুটবলার মার্সেলোও রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমি থেকেই বড় হয়েছেন। তাই এবারের যুব কোপা আমেরিকার পর থেকেই বার্সা, মাদ্রিদের কাছে হটকেক হয়ে উঠেছে ব্রাজিলিয়ান যুবারা। কারণ এই যুবারাই দুই ঐতিহ্যবাহী ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link