More

Social Media

Light
Dark

তিন নারীর এক জয়

ভারত-পাকিস্তান ম্যাচের আগে যুদ্ধ যুদ্ধ আবহই থাকার কথা ছিলো দুই দলের মধ্যে। কিন্তু হঠাৎই সব এলোমেলো হয়ে গেলো। দুই দলের সব খেলোয়াড় এক হয়ে গেলেন। একটি প্রাণকে কেন্দ্র করে সব খেলোয়াড় মেতে উঠলেন আনন্দ উৎসবে।

কে সেই মানুষটি।

সেই মানুষটি হলো পাকিস্তানী অধিনায়ক বিসমাহ মারুফের ছয় মাসের কন্যা। এই কন্যাকে নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছেন বিসমাহ।

ads

খেলার আগে মেয়েকে কোলে নিয়ে বিসমাহ মাঠে ঢুকছেন এবং তার পেছনে দেখা যাচ্ছে বিসমাহর মা ফাতিমাকে। এই দৃশ্যটা যেনো নারী ক্রিকেটের জন্য, বিশ্বের নারী শক্তির জন্য নতুন এক অনুপ্রেরণা হয়ে দাড়ালো। এটাকে বলা হচ্ছে ক্রিকেটের গ্রাউন্ড ব্রেকিং ঘটনা।

আর এই ঘটনার পর ভারতের সাথে জয় না পেলেও আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন বিসমাহ। ৭৮ রানের এই ইনিংস খেলে তিনি যেন বুঝিয়ে দিলেন, মা হলেই শেষ হয়ে যায় না ক্রিকেটারের ক্যারিয়ার। সেটা বুঝিয়ে দিলেন আবার নারী দিবসেই। নিজের পরিচয়কে এমন ভাবে উদযাপন করতে ক’জনই বা পারেন!

ক্রিকেটসহ সব খেলায় একটা সাধারণ ধারণা যে, মা হলে আর ক্যারিয়ার টিকবে না। এই ধারণার বিপক্ষে গিয়ে সেরেনা উইলিয়ামস, সানিয়া মির্জারা কিছুটা লড়াই করেছেন। কিন্তু বিসমাহর লড়াইটা ছিলো অনন্য।

বিসমাহর এই দারুন লড়াইয়ে তার পাশে ছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার কন্যা আসার খবর পাওয়ার পরই পিসিবি বিসমাহকে এক বছরের ছুটি দিয়েছে; সবৈতনিক। সাথে তাকে কথা দিয়েছে যে, মাঠে ফিরলেই বিনা শর্তে তাকে আবারও দলে নিয়ে নেওয়া হবে। পিসিবির এই সিদ্ধান্ত নিশ্চয়ই বিসমাহকে অনেকটা এগিয়ে দিয়েছে।

বিসমাহ ফিরে এসেছেন। আবার খেলা শুরু করেছেন। পিসিবি তাকে সাথে সাথে বিশ্বকাপ দলের অধিনায়ক করে দিয়েছে। ছেড়ে যাওয়া চেয়ারটা ফিরে পেয়েছেন। সেটার জন্য যে বিসমাহ যোগ্যতা একটুও হারাননি, সেটাও পরিষ্কার করে দিয়েছেন আজ।

বিসমাহ এই মেয়েকে নিয়ে খেলতে আসার যে অসাধারণ অনুভূতি, সেটা দারুন উপভোগ করছেন। বলছিলেন, ‘সার্বিক ভাবে ফিরে আসতে পারাটা অবশ্যই দারুণ ব্যতিক্রমী একটা অনুভূতি। বিশ্বকাপে এভাবে ফেরাটা দারুন। আমার কাছে সময়টা খুব আবেগের মনে হচ্ছে। আমার মা আছেন এখানে, মেয়ে আছে। এটা আমার জন্য বিশেষ একটা মুহুর্ত। আমি এই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে চাই। কারণ, তারা দু জন এখানে আছে।’

বিসমাহর মায়ের উপস্থিতিটাও পিসিবির সৌজন্যে হয়েছে। মেয়ে নিয়ে বিসমাহ বিশ্বকাপ খেলতে এসেছেন। এখন তার খেলা ও অনুশীলনের সময় মেয়ে থাকবে কার কাছে? পিসিবি এখানে বিশেষ ব্যবস্থায় দলের সাথে বিসমাহর মাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে।

এটাই তো এগিয়ে যাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link