More

Social Media

Light
Dark

সাকিবের বদলি বিজয়, খেলবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে

বিশ্বকাপে দলের ডাক পেলেন এনামুল হক বিজয়। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান পড়েছেন ইনজুরিতে। স্বাভাবিকভাবেই শেষ ম্যাচটি খেলা হবে না সাকিবের। তাইতো তিনি ফিরছেন দেশে। তার পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে ডানহাতি ওপেনার বিজয়কে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সাকিব। সেই ইনিংস খেলার পথেই বা-হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন সাকিব। ঠিক সে কারণেই বিশ্বকাপের একেবারে শেষ মুহূর্তে ছিটকে গেলেন সাকিব আল হাসান।

খেলা হচ্ছে না তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের শেষ ম্যাচ। তার পরিবর্তে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এনামুল হক বিজয়কে। যদিও তিনি বাংলাদেশ দলের স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন না। সেখানে ছিলেন আরেক ডানহাতি ওপেনার সাইফ হাসান।

ads

তবে এমন ঘটনা বিজয়ের সাথে এবারই প্রথম নয়। বিশ্বকাপের আগে শেষ হওয়া এশিয়া কাপেও হুট করে বিজয়কে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। তিনি ছিলেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে। সেই এশিয়া কাপের স্ট্যান্ডবাই-তে আবার ছিলেন জাকির হাসান।

তবে টপ অর্ডারে সব বা-হাতি ব্যাটারদের ভীরে একজন ডানহাতির সন্ধানে বিজয়কে ডেকে পাঠানো হয়। তবে এবার তেমন পরিস্থিতি নেই। যদিও জাকির হাসানকে দলে অন্তর্ভুক্ত না করার পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে এশিয়ান গেমসে তার পারফরমেন্স।

তাছাড়া অভিজ্ঞতার ঘাটতি থাকা খেলোয়াড়দের উড়িয়ে নিয়ে যাওয়ার মাশুল দিচ্ছে দল। তরুণ তানজিদ হাসান তামিম নিরাশ করেছেন বাংলাদেশের নির্বাচক থেকে শুরু করে সমর্থক সবাইকেই। এসব কারণে এনামুল হক বিজয়কে দলে যুক্ত করা হয়।

সাকিবের ইনজুরির পরই টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সে আবেদনে এনামুল হক বিজয়কে বদলি হিসেবে চেয়েছিল বাংলাদেশ। টেকনিক্যাল কমিটি বিজয়ের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। সে তথ্য আইসিসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়।

ধারণা করা হচ্ছে আগামী ১১ নভেম্বর, বাংলাদেশের শেষ ম্যাচেই মাঠে নামবেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে তানজিদ তামিম পুরোপুরি ব্যর্থ। ঠিক সে কারণেই বিজয়কে একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link