More

Social Media

Light
Dark

বিশ্বকাপ ইতিহাস কাঁপানো এক ম্যাচ

এবারের বিশ্বকাপের প্রথম চমক, ইতিহাস গড়লো আফগানিস্তান। আর বিশ্বকাপ দেখল তাঁর ইতিহাসের ঐতিহাসিক এক ম্যাচ। দীর্ঘ আট বছর পর বিশ্বকাপে জয় পেল আফগানিস্তান। অঘটনের জন্ম দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারালে রশিদ, নবীরা। এবারই প্রথম বিশ্বকাপে কোনো টেস্ট খেলুড়ে দেশকে হারাল আফগানরা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজের আগ্রাসী ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। অন্যপ্রান্তে ইব্রাহিম জাদরান নীরবে সঙ্গে দেন তাঁকে। দুজনের জুটিতে পনেরো ওভারের আগেই দলীয় রান তিন অঙ্কের ঘরে পৌঁছে যায়। তবে এরপরই ইব্রাহিমকে ফিরিয়ে ইংল্যান্ডকে খানিকটা স্বস্তি এনে দেন আদিল রশিদ।

এরপরই ব্যাটিং ধ্বস শুরু হয়, একে একে ফিরে যান রহমত শাহ এবং গুরবাজ। যদিও ৮০ রানের বিধ্বংসী ইনিংস এসেছিল এই ওপেনারের কাছ থেকে। আজমতউল্লাহ ওমরজাই, হাসমতউল্লাহ শহিদীরাও এদিন পারেননি তেমন কিছু করতে। ১৯০ রানে ছয় উইকেট হারিয়ে ২০০ এর আশেপাশে অলআউট হওয়ার ক্ষণ গুনছিল দলটি।

ads

তবে লোয়ার অর্ডারকে সঙ্গী করে রান তুলতে থাকেন ইকরাম আলী খিল। রশিদ খানের ২৩ এবং মুজিবুর রহমানের ২৮ এর পাশাপাশি তাঁর ৫৮ রানে ভর করে শেষপর্যন্ত ২৮৪ রানের দারুণ সংগ্রহ পায় তাঁরা। ওয়ানডে ক্রিকেটে এটিই আফগানদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।

জবাবে শুরুতেই ইংলিশ শিবিরে আঘাত হানেন ফজল হক ফারুকী, জনি বেয়ারস্টোকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। জো রুটও স্থায়ী হতে পারেননি এদিন, ফিরেছেন ১১ রানে। ডেভিভ মালান সেট হলেও ইনিংস বড় করতে পারেননি, অন্যদিকে অধিনায়ক জস বাটলার ব্যর্থ হয়েছিলেন আরেকবার। সব মিলিয়ে ১০০ রানের আগেই চার উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।

এরপর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি দলটি। লিভিংস্টোন, স্যাম কারান সবাই রান পেয়েছেন ঠিকই, কিন্তু ম্যাচের ফলাফল নির্ধারণে প্রয়োজনীয় পারফর্ম করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও হ্যারি ব্রুক এক প্রান্ত আগলে রাখেন, তাঁর ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল বাটলাররা।

কিন্তু মুজিবুর রহমান ৬৬ রানের মাথায় ব্রুককে আউট করলে সব আশা শেষ হয়ে যায়। শেষদিকে অবশ্য আদিল রশিদ, মার্ক উডরা চেষ্টা করেছেন। কিন্তু পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া কিছুই করতে পারেননি। শেষপর্যন্ত ৬৯ রানের ব্যবধানে হারতে হয়েছে তাঁদের। আর এই জয়ে বিশ্ব ক্রিকেটে নব দিগন্ত উন্মোচিত হলো আফগানিস্তানের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link