More

Social Media

Light
Dark

লোকেশ রাহুলের হুমকি যারা

বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না লোকেশ রাহুল। সবশেষ, ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চূড়ান্তরূপে ব্যর্থ ছিলেন ভারতীয় এ টপ অর্ডার ব্যাটার। ৩ ইনিংস মিলিয়ে সর্বসাকূল্যে নামের পাশে যোগ করতে পেরেছিলেন মাত্র ৩৮ রান।

এমন অফফর্মের কারণে সিরিজের শেষ দুই ম্যাচের একাদশ থেকে তিনি ছিটকেও গিয়েছিলেন। ক্রমাগত ব্যাটিং ব্যর্থতায় এ ব্যাটারের সুযোগ যে সামনে কমে আসছে, এটিই ছিল তার ইঙ্গিত। কারণ লোকেশ রাহুলকে হটিয়ে এই মুহূর্তে দলে জায়গা করে নেওয়ার মিছিলে আছে অনেক সম্ভাবনাময় অনেক ক্রিকেটার। চলুন দেখে নেওয়া সেই সব ক্রিকেটারকে।

  • ইশান কিষাণ

লোকেশ রাহুলের মতো ওপেনিংয়েই ব্যাট করে থাকেন ইশান কিষাণ। কিন্তু জাতীয় দলের একাদশে সুযোগ পান কম। অথচ যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজের ব্যাটিং দ্যুতি দেখিয়েছেন। এই মাস তিনেক আগেই বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন এ ব্যাটার। কিন্তু এরপরেই আবার একাদশে জায়গা হারিয়েছেন।

ads

মূলত টিম কম্বিনেশনের কারণেই একাদশে নিয়মিত জায়গা হয় না কিষাণের। তবে লোকেশ রাহুলের জায়গায় কোনো রকম দ্বিধা ছাড়াই খেলানো যায় ইশান কিষাণকে। ২৪ বছর বয়সী এ ব্যাটার এখন পর্যন্ত দলে নিয়মিত না হলেও যতটুকু সুযোগ পেয়েছে তাতেই প্রমাণ করেছেন তিনি। ওয়ানডেতে ব্যাটিং গড় রেখেছেন ৪৬। এর পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটেও দারুণ সক্ষমতা দেখিয়েছেন এ ব্যাটার।

  • সাঞ্জু স্যামসন 

ভারতের হয়ে সবশেষ ১০ ওয়ানডেতে ৭১ গড়ে ব্যাট করেছেন। এ ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটেও দারুণ ব্যাটিং করেছেন তিনি। শেষ ৬ ম্যাচে ৪৫ গড়ে ব্যাটিং করেছেন। এর পাশাপাশি তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ছিল দেখার মতো, ১৫৮।

কিন্তু, তারপরও ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। এমনকি ওয়ানডে ক্রিকেটেও দলে তেমন ডাক পড়ে না তাঁর। অথচ, লোকেশ রাহুলের জায়গায় দিব্যি খেলতে পারতেন তিনি। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে নির্বাচকদের নজরে পড়েন না এ ব্যাটার। তাই জাতীয় দলেই ব্রাত্য হয়েই থাকতে হয় সাঞ্জু স্যামসনকে।

  • শেলডন জ্যাকসন

এই কিছুদিন আগেই তাঁর দল সৌরাষ্ট্র রঞ্জি ট্রফি জিতেছে। আর সৌরাষ্ট্রের চ্যাম্পিয়ন হওয়ার যাত্রায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন শেলডন জ্যাকসন। ১৫ ইনিংসে এক সেঞ্চুরি, আর ৪ হাফসেঞ্চুরিতে এ মৌসুমে করেছেন ৫৮৮ রান। লাল বলের ক্রিকেটে তাই নিজের জায়গার দাবিটা রাখতেই পারেন তিনি। অন্তত সাম্প্রতিক ফর্ম তাঁর হয়েই কথা বলছে।

  • জিতেশ শর্মা 

পাঞ্জাব কিংসের হয়ে গতবারের আইপিএলে মাঠ মাতিয়েছিলেন। নিজের হিটিং এবিলিটির প্রমাণ দিয়েছিলেন ১৬৩+ ব্যাটিং স্ট্রাইকরেট রেখে। তরুণ এ ব্যাটার তাই সীমিত ওভারের ক্রিকেটে হতে পারেন দলের এক্স ফ্যাক্টর। তবে আপাতত ভারতীয় নির্বাচকদের দৃষ্টিসীমার বাইরেই রয়েছেন এ ব্যাটার।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link