More

Social Media

Light
Dark

টেস্ট চ্যাম্পিয়নশিপ: বিশ্বসেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান

টি-টোয়েন্টি ক্রিকেটের জোয়ারে একসময় মনে হচ্ছিল টেস্ট ক্রিকেটের জায়গাটা বুঝি ধীরে ধীরে ছোট হয়ে আসছে। তবে প্রথম টেস্ চ্যাম্পিয়নশিপ সেটা ভুল প্রমাণ করলো। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে দর্শকদের উত্তেজনার পারদ জমেছিল। মোদ্দাকথা, টেস্ট ক্রিকেটকে একেবারে জমিয়ে তুলেছিল এই টেস্ট চ্যাম্পিয়নশিপ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সার্কেলে দেখা গিয়েছে দারুণ কিছু পারফর্মেন্স। ব্যাট, বল হাতে ক্রিকেটাররা দিয়েছেন কঠিনতম পরীক্ষা। টেস্টে কঠিন পরীক্ষা দিতে হয় কিপার ব্যাটসম্যানদেরও। সারাটা সময় কিপিং করে আবার ব্যাট হাতেও থাকে রান করার দায়িত্ব। সেই দায়িত্বটাও চ্যাম্পিয়নশিপে খুব ভালো ভাবেই করেছেন কয়েকজন। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করা কিপার ব্যাটসম্যানদের নিয়েই এই তালিকা।

  • ঋষাভ পান্ত (ভারত)

ads

ভারতের ক্রিকেটের অন্যতম ভবিষ্যৎ কিপার ব্যাটসম্যান ঋষাভ পান্ত। ভারতের হয়ে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করছেন এই ব্যাটার। কিপিং এর পাশাপাশি ব্যাট হাতে দারুণ সাবলীল পান্ত। ভারতের হয়ে গত টেস্ট চ্যাম্পিয়নশিপেও খেলেছেন দারুণ সব ইনিংস। সবমিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সার্কেলে পান্তের ব্যাট থেকে এসেছে মোট ১০৩৯ রান। দুইটি সেঞ্চুরির পাশাপাশি আছে পাঁচটি হাফ সেঞ্চুরিও। ম্যাচজয়ী ইনিংসও এসেছে তরুণ এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। উইকেট কিপারদের মধ্যে সবচেয়ে বেশি রান তিনিই করেছেন।

  • জশ বাটলার (ইংল্যান্ড)

টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার পান্তের থেকে বেশি রান করেছেন। তবে কিপার ব্যাটসম্যান হিসেবে তিনি আছেন দ্বিতীয় অবস্থানে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ২৫ টেস্ট খেলে তাঁর ব্যাট থেকে এসেছিল ১১৪২ রান। আর কিপার হিসেবে করেছেন ৮৯৫ রান। এই সময়ে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিও এসেছিল তাঁর ব্যাট থেকে।

  • কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)

টেস্ট ক্রিকেট থেকে কিছুদিন আগেই অবসরের ঘোষণা দিয়েছেন কুইন্টন ডি  কক। যদি দক্ষিণ আফ্রিকার এই উইকেট কিপার ব্যাটসম্যান গত টেস্ট চ্যাম্পিয়নশিপেও দারুণ কিছু ইনিংস খেলেছেন। কিপার ব্যাটসম্যানদের এই তালিকায় তিনি আছেন তৃতীয় অবস্থানে। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এই সময়ে তিনি করেছেন ৮৯৩ রান। তাঁর ব্যাটিং গড় ছিল ৪০.৫৯।

  • মোহম্মদ রিজওয়ান (পাকিস্তান)

এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার আরেক সফল ব্যাটসম্যান মোহম্মদ রিজওয়ান। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই দারুণ ব্যাটিং করছেন রিজওয়ান। টেস্টে কিপিং করেও একইরকম সফল পাকিস্তানের এই ব্যাটসম্যান। টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৬ ম্যাচ খেলে তাঁর ব্যাট থেকে এসেছে ৮৯৩ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি তাঁর ব্যাট থেকে এসেছে সাতটি হাফ সেঞ্চুরিও। ব্যাটিং করেছেন প্রায় ৪৫ গড়ে।

  • নিরোশান ডিকওয়েলা (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলাও আছেন আমাদের এই তালিকায়। কিপার ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপে পঞ্চম সর্বোচ্চ রান করেছেন তিনি। এই সময়ে শ্রীলঙ্কার হয়ে তাঁর ব্যাট থেকে এসেছিল ৭৫৩ রান। ব্যাটিং করেছেন প্রায় ৪০ ছুঁই ছুঁই গড়ে। তাঁর ব্যাট থেকে এসেছে মোট ছয়টি হাফ সেঞ্চুরিও।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link