More

Social Media

Light
Dark

পরবর্তী দশকের সেরা দল

ক্রিকেট তারুণ্য নির্ভর খেলা। বর্তমান সময় বিশ্বজুড়ে ক্রমাগত তরুণরা নিজেদের প্রমাণ করে চলেছেন। আচ্ছা, আগামী ১০ বছর পর টেস্ট ক্রিকেটকে কারা নেতৃত্ব দেবেন সেটা নিয়ে একটা দল করা যায় না?

২০৩১ সালে এই দশ বছরের সেরা টেস্ট একাদশ কেমন হতে পারে তা নিয়েই আজকের আলোচনা। তবে যাদের বয়স বর্তমানে ২৫ বছরের কম তাদেরকেই রাখা যাবে এই তালিকায়। ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এরকম একটা তালিকা করার চেষ্টা করেছে। সেই তালিকাটাই দেখে নেবো আমরা।

  • ওপেনার

ads

এই তালিকায় বেশ কয়েকজন তরুন খেলোয়াড় আছেন। ভারতের শুভমান গিল, পৃথ্বী শ। নিউজিল্যান্ডের রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেন। এছাড়া কাউন্টি ক্রিকেটে জেমস ব্রেসে, হাসিব হামিদের মতো তরুণরা আছে। অস্ট্রেলিয়ার উইল পুকভস্কি; যাকে কিনা অজি ক্রিকেটের অন্যতম ‘বড় সম্পদ বলা হয়।

তাহলে এখান থেকে ঠিক কোন দুই জন এই ওপেনিংয়ে জায়গা করে নিবেন?

  • মিডল অর্ডার

প্রথম শ্রেণির ক্রিকেটে ইংল্যান্ডের ওলি পোপ প্রায় ৫২ এর বেশি গড়ে ব্যাট করছেন। অপরদিকে শ্রীলঙ্কার প্রাথুম নিশাকার প্রথম শ্রেণির ক্রিকেটে গড় ৬৫। জ্যাক ক্রাউলির টেস্টে ২৫৭ রানের ইনিংস আছে।

ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে স্যাম কুরান সিরিজ সেরার পুরষ্কার জিতেছিলেন। ওয়াশিংটন সুন্দর এখন পর্যন্ত বেশ অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতের ঋষাভ পান্ত পান্ত নিজেকে ইতোমধ্যেই বেশ শক্ত অবস্থানে নিয়ে গিয়েছেন। তিনি সামর্থ্যে ইতিমধ্যেই প্রমাণ করেছেন। এরপর অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন আছে এবং দক্ষিণ আফ্রিকার রেনার্ড ভ্যান টন্ডার আছেন। মিডল অর্ডারে প্রায় ৮ জন আছেন যাদের সম্ভাবনা রয়েছে সেরাদের তালিকায় থাকার। এদের মধ্যে বেশ কয়েকজন অলরাউন্ডারও আছেন।

এর ভেতর থেকেই সেরা পাঁচ জনকে রাখতে হবে সেই দলে।

  • বোলিং বিভাগ

আফগান সেনসেশন, সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খান এই তালিকায় থাকবেন। এছাড়া বাংলাদেশের অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ রয়েছেন। শ্রীলঙ্কার লাসিথ এম্বুলদেনিয়া ইতিমধ্যেই জাতীয় দলে সাদা পোশাকে বেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া পেস বিভাগে অলরাউন্ডারদের মধ্যে গ্রিন, স্যাম কুরান এবং উইয়ান মাল্ডার আছেন।

জেনুইন পেসার হিসেবে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ইতিমধ্যেই বেশ নাম কামিয়েছেন।

এছাড়া শাহিন আফ্রিদির আরেক সতীর্থ আছেন নাসিম শাহ। যিনি ১৬ বছর বয়সেই অস্ট্রেলিয়ার মাটিতে যাত্রা শুরু করেছেন! যার গতিতে মুগ্ধ হয়েছে ক্রিকেট দুনিয়া। তারও বেশ সম্ভাবনা রয়েছে এই তালিকায় থাকার। এরপর দক্ষিন আফ্রিকার জিরাল্ড কোয়েটজি আছেন যাকে কিনা ধরা হয় পরবর্তী দশকে ক্রিকেট শাসন করবেন তিনি। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিও আছেন এই তালিকায়।

এই তালিকা থেকে কোন চারজন বোলার থাকবে সেরা একাদশে? মূল একাদশটাই কেমন দাঁড়াচ্ছে? পাঠকরা চাইলে নিজের মত মত এখান থেকেই একাদশটা নির্বাচন করে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link