More

Social Media

Light
Dark

ভিনদেশে সরব উইকেটরক্ষকদের ব্যাট

সম্প্রতি দেশের বাইরেও টেস্ট ক্রিকেটে দারুণ দল হয়ে উঠছে ভারত। বিরাট কোহলির নেতৃত্বে ভারত বড় বড় দলগুলোকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে দিচ্ছে। এর কারণ হিসেবে ভারতের তরুণ ক্রিকেটারদের বিদেশের মাটিতে সাফল্য অন্যতম। মোহম্মদ সিরাজের মত তরুণ পেসাররা দেশের বাইরে তাঁদের গতির ঝড় তুলছেন। আবার ব্যাট হাতেও তরুণরা এগিয়ে আসছেন।

আর ভিনদেশের মাটিতে ভারতের জয়ের ধারা ধরে রাখতে উইকেটক্ষক ব্যাটসম্যানদের অবদানও কম নয়। উইকেটের পেছনে ভূমিকা রাখার সাথে সাথে উইকেটের সামনেও বেশ সরব তাঁরা। তাঁদের মধ্যে থেকে সেরা পাঁচজনকে নিয়েই এবারের আয়োজন।

  • ঋষাভ পান্ত

ads

ভারতের ক্রিকেটের বড় সম্পদ হয়ে উঠছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষাভ পান্ত। বিশেষ করে দেশের বাইরেও দারুণ সফল তিনি। অসাধারণ এই উইকেটরক্ষক ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করছেন দেশ ও দেশের বাইরে। এখন অবধি ভারতের হয়ে ২৩ টি টেস্ট খেলে ৪২.৪৮ গড়ে করেছেন ১৪৮৭ রান।

ওদিকে দেশের বাইরেই তিনি খেলেছেন ১৬ টি টেস্ট। সেখানে ৩৮ গড়ে করেছেন ৯৮৮ রান। দেশের বাইরে ভারতের কোন কিপার ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যাটিং গড় আছে তাঁর ঝুলিতেই। ফলে দেশের বাইরে এখন পর্যন্ত পান্তই ভারতের সেরা কিপার ব্যাটসম্যান।

  • মহেন্দ্র সিং ধোনি

ভারতের ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ মহেন্দ্র সিং ধোনি। আর কিপারদের নিয়ে কথা হবে কিন্তু ধোনির নাম আসবেনা সেটাও সম্ভব নয়। ভারতের ইতিহাসের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান যে মহেন্দ্র সিং ধোনি সেটা সবাই এক বাক্যে স্বীকার করবে।

তবে পান্তের চেয়ে দেশের বাইরে ব্যাটিং গড়ে খানিকটা পিছিয়ে আছেন ধোনি। যদিও পান্তকে এখনো পাড়ি দিতে হবে লম্বা পথ। তবে এই মুহুর্তে পান্তের গড় যেখানে ৩৮ সেখানে বিদেশের মাটিতে ধোনির ব্যাটিং গড় ৩২.৮৪। ৪৮ টেস্টে বিদেশের মাটিতে তাঁর ঝুলিতে আছে ২৪৯৬ রান।

  • ফারুখ ইঞ্জিনিয়ার

ভারতের ক্রিকেট ইতিহাসের আরেক সফল কিপার ব্যাটসম্যানের নাম ফারুখ ইঞ্জিনিয়ার। ভারতের হয়ে খেলা ৪৬ টেস্টে ৩১.০৮ গড়ে করেছেন ২৬১১ রান। তবে বিদেশের মাটিতে ইঞ্জিনিয়ার ব্যাটিং গড়ে প্রায় ধোনিকে ছুয়েই ফেলেছিলেন।

দেশের চেয়ে দেশের বাইরেই বেশি সফল ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিদেশের মাটিতে খেলা ২০ টেস্টে ৩২.৬৭ গড়ে করেছেন ১২০৯ রান। এরমধ্যে নিউজিল্যান্ডের মাটিতে প্রায় ৪০ গড়ে রান করেছেন এই ব্যাটসম্যান।

  • কিরণ মোরে

লম্বা সময় ভারতের উইকেট কিপিং এর দায়িত্ব পালন করেছেন কিরণ মোরে। ভারতের হয়ে খেলেছে ৪৯ টি টেস্ট ও ৯৪ টি ওয়ানডে ম্যাচ। দেশের মাটিতে ব্যাট হাতে খুব একটা সফল ছিলেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে দেশের বাইরে টেস্ট ক্রিকেটে ভালো কিছু ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে।

এমনকি তাঁর ক্যারিয়ারে যেই ৭ টি হাফ সেঞ্চুরি আছে তাঁর সবগুলোই এসেছে দেশের বাইরে। দেশের বাইরে খেলা ২৮ টেস্টে ২৯.০৬ গড়ে করেছেন ৯০১ রান। পাকিস্তানের মাটিতে প্রায় ৬০ গড়ে ব্যাটিং করেছেন তিনি। এছাড়া ইংল্যান্ডেও তাঁর ব্যাটিং গড় ৪০ এর উপরে।

  • ঋদ্ধিমান সাহা

২০১০ সালে ব্যাটসম্যান হিসেবে ভারতের হয়ে টেস্ট অভিষেক হলেও ধোনির অবসরের পর ভারতের উইকেট কিপার হিসেবে দায়িত্ব পালন করেছেন ঋদ্ধিমান সাহা। যদিও এই বড় সুযোগটা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি। উইকেট কিপার হলেও ব্যাট হাতে ভারত হয়তো তারচেয়ে আরেকটু বেশিই চেয়েছিল।

তবুও ভারতের হয়ে মোট ৩৮ টি টেস্ট খেলেছেন। সেখানে ২৯.০৯ গড়ে করেছেন ১২৫১ রান। ওদিকে দেশের বাইরে খেলা ১৫ টেস্টে ২৭.২৮ গড়ে করেছেন ৫৭৩ রান। দেশের বাইরে একমাত্র ওয়েস্ট ইন্ডিজেই সফল ছিলেন তিনি। সেখানে তাঁর ব্যাটিং গড় ছিল ৫১.২৫ এবং ওয়েস্ট ইন্ডিজে একটি সেঞ্চুরিও আছে সাহার ঝুলিতে।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link