More

Social Media

Light
Dark

বিশ্বকাপের দল চূড়ান্ত ভারতের!

একটা যুগের অপেক্ষার পর আবারও ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। শেষ যেবার আসর বসেছিল ভারতে সেবার অবশ্য বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাও যৌথভাবে আয়োজক দেশ ছিল। তবে এবার পুরো টুর্নামেন্টটাই আয়োজিত হবে ভারত। আর ভারতীয় ক্রিকেট সমর্থকরা আবারও আশায় বুক বেঁধেছেন। ঘরের মাটিতে আরও একবার শিরোপা উৎসবে মেতে উঠতে চান তাঁরা।

তবে সাম্প্রতিক ফর্ম মোটেও ভাল যাচ্ছে না ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদেরকে হারতে হয়েছে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে, সেমিফাইনালে। এরপরই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে পূর্ণ শক্তির ভারত দল। তাইতো চিন্তার ভাঁজ পড়েছে ম্যানেজমেন্টের কপালে। টনক নড়েছে বোর্ড কর্তাদের। সেই ধারাবাহিকতায় এবার নড়েচড়ে বসেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দলের রুপরেখা সাজাতে বৈঠক বসেছিল মুম্বাইতে।

সেখানে বোর্ড সভাপতি রজার বিনি, সাধারণ সম্পাদক জয় শাহ থেকে শুরু করে কোচ রাহুল দ্রাবিড় ও  অধিনায়ক রোহিত শর্মা উপস্থিত ছিলেন। সেই সাথে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ক্রিকেট প্রধান ভিভিএস লক্ষ্মণও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সেই বৈঠকে আগামী বিশ্বকাপকে সামনে রেখে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে বিসিসিআই। সে সম্পর্কে জয় শাহ বলেন, ‘বিসিসিআই ২০ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা করেছে, যাদেরকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আগ পর্যন্ত ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে।’

ads

এছাড়া সেই বৈঠকে সিদ্ধান্ত হয় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির উপরই ন্যাস্ত থাকবে খেলোয়াড়দের ফিটনেসের ছাড়পত্র। তাদের কাছ থেকে ‘গ্রিন সিগনাল’ পাওয়া গেলেই তবে সেই খেলোয়াড়কে নেওয়া হবে বিশ্বকাপ দলে। যদিও সাম্প্রতিক সময়ে ভারত দলের খেলোয়াড়দের খেলার চাপ অত্যন্ত বেশি। সেদিক থেকে খেলোয়াড়দের ইনজুরির প্রবণতাও বেড়ে যায় বহুগুণে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের বিশ্রাম ও বাকি সব দিক বিবেচনা করেই এনসিএ-কে পরিকল্পনা সাজাতে বলেছে বোর্ড।

বৈঠকের পর এক বিবৃতিতে এটাও জানাও হয় যে, বিশ জনের তালিকায় থাকা খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষায় ব্যবহৃত হবে ইয়ো ইয়ো ও ডেক্সা টেস্ট। বিবৃতিতে বলা হয়, ‘তালিকায় থাকা খেলোয়াড়দের বাছাইয়ে ইয়ো ইয়ো এবং ডেক্সা টেস্ট থাকবে নির্বাচনের প্রথম শর্ত এবং সেটা কাস্টমাইজড করে ব্যবহার করা হবে। সেখানে খেলোয়াড়দের সূচি এবং কাজের চাপ বিবেচনায় রাখা হবে। এনসিএ এবং বিসিসিআই সমান্তরালভাবে কাজ করবে বিশ্বকাপের আগ অবধি।’

তবে এমন একটি শর্তও রাখা হয় যে, তালিকার বাইরে থাকা খেলোয়াড়দের মধ্যে কোন খেলোয়াড় যদি দুর্দান্ত ক্রিকেট খেলেন ঘরোয়াতে তবে তাকে সুযোগ দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে সিদ্ধান্তটা পুরোপুরি নির্বাচকদের উপর ন্যাস্ত থাকবে। এছাড়া জাতীয় দলে খেলোয়াড়দের সুযোগ পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতাও থাকতে হবে। এমনই সব নিয়ম করা হয়েছে মুম্বাইয়ে হওয়া বৈঠকে।

নিজেদের ঘরের মাটিতে হওয়া বিশ্বকাপ জয়ের কোন সুযোগ হাতছাড়া করতে চায় না ভারত। তাইতো হাতে সময় থাকতেই সঠিক কাঠামোর ভেতর দিয়ে খেলোয়াড় বাছাইয়ের কাজ করতে ইচ্ছুক রজার বিনির ক্রিকেট বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link