More

Social Media

Light
Dark

সাকিব-লিটনরা কি বেশি চাপ নিচ্ছেন!

বিশ্বকাপের বাকি আর মাস তিনেক। বিশ্বকাপে দলের সেরা তারকাদের সেরা অবস্থায় পেতে তাই চিন্তার অন্ত নেই টিম ম্যানেজমেন্টের। ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মিস করেছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

তবে সাকিব আল হাসানকে কানাডায় অনুষ্ঠিতব্য গ্লোবাল টি-টোয়েন্টির জন্য অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব আল হাসানের সাথে অনাপত্তিপত্র পেয়েছেন লিটন দাসও। তাই বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে টিম ম্যানেজমেন্ট ভাবছে কিনা সেই প্রশ্ন এসেই যায়।

ads

শুধু কানাডিয়ান লিগই নয়, সেখান থেকে আসার পর লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কা যাবেন সাকিব। সেখানের অনাপত্তিপত্রও মিলেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষেই কানাডার উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব ও লিটন। যদিও খুব অল্প সময়ের মধ্যেই শেষ হবে এই টুর্নামেন্ট। ২০ জুলাই থেকে ২৯ জুলাই এর মধ্যে অনুষ্ঠিত হবে এই আসর।

বিসিবি কি তাহলে খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে চিন্তিত নয়? এমন প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিসিবির অবস্থান জানিয়েছেন।

তিনি বলেন, ‘তাদের কোনো ইনজুরি সমস্যা নেই। ইনজুরিটা সাধারণত ফাস্ট বোলারদের বেশি হয়। আর আর সাকিব ও লিটন ইনজুরি প্রবণও নয়। সম্ভবত সাকিব আল হাসান খেলার মধ্যেই আঙুলে ব্যাথাটা পেয়েছে। যেহেতু টুর্নামেন্টটি খুব অল্প সময়ের জন্য তাই আমরা তাদের অনাপত্তিপত্র দিয়েছি।’

আগস্টের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের আগেই সাকিব ও লিটন দলের সাথে যোগ দেবেন বলেও জানান তিনি, ‘সবাই ২০ তারিখের মধ্যেই ঢাকায় থাকবে এবং দলের সাথে যোগ দেবে। তারা এখানে আরো দশদিন থাকবে। এখন তাদের জাতীয় দলের কোনো খেলা নেই। তাই হেডকোচ ও টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেই তাদের খেলার অনুমতি দেয়া হয়েছে। বিশ্বকাপের আগে যত সম্ভব প্রতিযোগিতামূলক ম্যাচ তাদের খেলাতে চাই আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link