More

Social Media

Light
Dark

বোর্ড সভাপতির সাথে নির্বাচকদের গোপন বৈঠক

চলতি মাসের শেষদিকেই পর্দা উঠবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের; এর মাস দুয়েক পরেই হবে ক্রিকেট বিশ্বকাপ। সব মিলিয়ে তাই রোমাঞ্চকর সময় পার করছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। দুইটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে দল গোছানো কিংবা পরিকল্পনা সাজানোতে ব্যস্ত আছেন টিম ম্যানেজম্যান্ট আর বোর্ড কর্তারা।

এরই মধ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবং বোর্ডের নির্বাচকরা। অবশ্য গোপনীয়তা বজায় রাখতে বিসিবি অফিসের কার্যালয়ে বসেননি তাঁরা; বরং ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে রুদ্ধদ্বার এই সভা।

মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই সরব হয়ে ওঠে বেক্সিমকো প্রাঙ্গন। দুপুর দুইটা বাজে সেখানে হাজির হন সিনিয়র নির্বাচক হাবিবুল বাশার সুমন। এর মিনিট দশেক পরে নিজের গাড়িতে করে বেক্সিমকোতে প্রবেশ করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ২টা ৪০ মিনিটে নির্বাচকমন্ডলীর আরেক সদস্য আব্দুর রাজ্জাক রাজও উপস্থিত হন সেখানে।

ads

সবশেষে নাজমুল হাসান পাপন এসে তাদের সাথে মিলিত হলে শুরু হয় গুরুত্বপূর্ণ এই বৈঠক। অবশ্য আলোচনার বিষয় কিংবা ফলাফল নিজদের মধ্যে রাখতে কোন সংবাদ সম্মেলনের আয়োজন করেনি কর্তৃপক্ষ, তাই আনুষ্ঠানিক কোন তথ্যও দেয়া হয়নি গণমাধ্যমকে।

গোপনীয়তা ধরে রাখতে চাইলেও কি নিয়ে আলোচনা হয়েছে সেটা খানিকটা আঁচ করা যায়। এশিয়া কাপ এবং বিশ্বকাপকে ঘিরে ঘোষিত স্কোয়াডে কারা থাকবেন সেটা নিয়েই হয়তো কথা বলেছেন দেশের ক্রিকেটের নীতিনির্ধারণী পর্যায়ে থাকা ব্যক্তিরা।

ধারণা করা যায়, এখানেই ঠিক করা হবে মাহমুদউল্লাহ রিয়াদের ভবিষ্যত। এছাড়া ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের চোট সম্পর্কে বিস্তারিত জেনে সিদ্ধান্ত নিতে পারেন বিসিবি বস। যদিও তাঁরা নিজেরা কোন কথা প্রকাশ না করার এখনি নিশ্চিত করা যাচ্ছে না কিছুই।

আগামী সপ্তাহেই এশিয়া কাপের দল ঘোষণা করবেন নির্বাচকরা। সেটা নিয়েই চূড়ান্ত আলাপ করতেই সম্ভবত হুট করে দেখা করেছেন নাজমুল হাসান পাপনের সঙ্গে। আলোচনার ফলাফল জানতে অবশ্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের।

বৈঠকে অনেকগুলো এজেন্ডাই আলোচিত হওয়ার কথা। বিশেষ করে অধিনায়ক তামিম ইকবালের সর্বশেষ অবস্থা এখন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের দুশ্চিন্তার অন্যতম কারণ। অন্যদিকে, সাত নম্বরে কে খেলবেন, মাহমুদউল্লাহ রিয়াদ সুযোগ পাবেন কি পাবেন না – সেসবও আলোচনার ঝড় তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link