More

Social Media

Light
Dark

জার্মানির ডাক, বায়ার্নের কোচ হবেন জিদান?

এক ম্যাচেই বদলে গেল বায়ার্ন মিউনিখের কোচ থমাস টুখেলের ভাগ্য। বুন্দেসলিগা ২০২৩-২৪ মৌসুমের ফাইনালে বেয়ার লেভারকুসেনের কাছে হারের কারণে সরিয়ে দেয়া হচ্ছে কোচের পদ থেকে। তার পরিবর্তে দেখা যাতে পারে অন্যতম সফল খেলোয়াড় এবং কোচ জিনেদিন জিদানকে।

২০২১ সালের জুনে রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে আসেন জিদান। আর তারপর থেকেই তাঁকে পেতে মরিয়া হয়ে ওঠে জুভেন্টাস, প্যারিস সেইন্ট জার্মেইনের মত বিখ্যাত সব ক্লাব। তাছাড়া এমনও গুঞ্জনও শোনা গিয়েছিল যে ফ্রান্সের জাতীয় ফুটবল দল থেকেও তিনি কোচের প্রস্তাব পেয়েছিলেন।

কোচিং ক্যারিয়ারে ফিরতে বরাবরই নারাজ ছিলেন জিদান। যাই হোক, সম্প্রতি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ তাঁর এজেন্টের সাথে যোগাযোগ করছে। বুন্দেসলিগায় অনেকটা এককভাবে আধিপত্য দেখিয়ে এসেছে বায়ার্ন মিউনিখ।

ads

তবে, ২০২৩ সালের মার্চে টুখেলের আগমনে বরুসিয়া ডরমুন্ডের কাছে হোঁচট খেয়েও ফানাইল ম্যাচে সামলে উঠতে পেরেছিল তাঁরা। তবে দুর্ভাগ্যজনকভাবে, এবারের আসরে জাভি আলোনসোর বেয়ার লেভারকুসেনের আধিপত্য টুখেলদের ধারণার বাইরে ছিল।

যার ফলে বায়ার্ন থেকে বিদায়কে বরণ করে নিতে হচ্ছে থমাস টুখেলকে। যদিও এই মৌসুমের বাকি সময়টা তিনি বায়ার্নের সাথেই থাকতে পারবেন। তবে এটা মোটামুটি সুনিশ্চিত যে এবছরের জুনেই বায়ার্নের সাথে তাঁর সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে।

সম্প্রতি বায়ার্নের কর্মকর্তারা জিদানকে কোচিং ক্যারিয়ারে ফেরানো চেষ্টা করে যাচ্ছিল। বায়ার্নের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে নাগেলসম্যান, ফ্লিক আর মরিনহোর নামও শোনা যাচ্ছে। তবে বায়ার্নের চোখ এখনো পর পর তিন বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদানের দিকে।

আশ্চর্যজনকভাবে, বায়ার্ন মিউনিখ, যে দল সবসময় আগে থেকেই সবকিছু গুছিয়ে রাখে, তাঁরা এখনো আদর্শ একজন কোচের খোঁজে ব্যস্ত। কেননা তাঁরা জানে বুন্দেসলিগা হাত ছাড়া হলেও চ্যাম্পিয়ন লিগ শিরোপা অর্জন এখনো সম্ভব (অন্তত ১৭ এপ্রিল পর্যন্ত)।

সপ্তাহ খানেক আগে, জুভেন্টাসের একটি ম্যাচে অংশগ্রহণের সময় জিদান বায়ার্নে তাঁর ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে খোলাসা করেন। তিনি বলেন, ‘কেন নয়! যেকোনো কিছুই হতে পারে। তবে এখন আমি অন্য কিছু করতে ব্যস্ত। আমি নিশ্চিত আবার কোচিং ক্যারিয়ারে ফিরে আসবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link