More

Social Media

Light
Dark

ব্যাট হাতে বাংলাদেশের ট্রাম্পকার্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ইতোমধ্যেই একটা ম্যাচ খেলে ফেলেছে। তুলনামূলক সহজ হার্ডলটা পার করেছে বাংলাদেশ। তবে সামনে আরও চারটা ম্যাচ খেলতে হবে সাকিবদের। সেখানে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। সেই ম্যাচগুলোতেও কী বাংলাদেশ জয় তুলে নিতে পারবে। থাকতে পারবে সেমিফাইনালের সমীকরণে? নাকি আবারও কতগুলো হারের স্মৃতি নিয়েই দেশে ফিরতে হবে বাংলাদেশকে।

আসলে বাংলাদেশকে ম্যাচ জিততে হলে ব্যাটারদেরই এগিয়ে আসতে হবে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের বেশকিছু জায়গায় সমস্যা আছে। আবার এমন কয়েকজনও আছেন যাদের উপর বাংলাদেশ পুরোপুরি ভরসা করতে পারে। বাংলাদেশ তাঁদের পরবর্তী ম্যাচগুলোতে জিততে চাইলে তাকিয়ে থাকবে তিনজন ব্যাটারের উপর। যারা আসলে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের স্তম্ব।

  • সাকিব আল হাসান

ads

মিডল অর্ডারে বড় দায়িত্ব পালন করতে হবে সাকিব আল হাসানকে। কেননা অস্ট্রেলিয়ার বড় মাঠগুলোতে রানের চাকা সচল রাখতে হলে সাকিবকে বাংলাদেশের খুব প্রয়োজন। ওই কন্ডিশনে, বড় মাঠের গ্যাপ গুলো কীভাবে ব্যবহার করতে হবে সেটা সাকিব খুব ভাল করেই জানেন।

এছাড়া ব্যাট হাতেও দারুণ ফর্মে আছেন তিনি। প্রথম ম্যাচে রান না পেলেও বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে রানেই ছিলেন তিনি। সেখানে তিন ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছিল মোট ১৫৪ রান। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রানের সর্বোচ্চ ইনিংসও খেলেছিলেন সাকিব। ফলে বিশ্বকাপেও নিশ্চয়ই সেই ফর্ম ধরে রাখতে চাইবেন সাকিব। আর মিডল অর্ডারে সাকিব রানের দেখা পেলেই বাংলাদেশের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়।

  • লিটন দাস

ব্যাট হাতে এই মুহূর্তে যেকোন ফরম্যাটেই বাংলাদেশের সবচেয়ে ভরসাযোগ্য নাম লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পেতে হলেও লিটনের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। যদিও ওপেনিং পজিশন থেকে সরিয়ে লিটনকে এখন আনা হয়েছে তিন নাম্বার পজিশনে।

মূলত মাঝের ওভারগুলোতে দায়িত্বটা সামলানোর জন্যই এমন করা। এছাড়া অস্ট্রেলিয়ার বড় মাঠ লিটন ব্যবহার করতে পারবেন বলেই তাঁকে মিডল অর্ডারে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। সব মিলিয়ে বাংলাদেশের অন্যতম ট্রাম্প কার্ড হতে পারেন লিটন।

  • আফিফ হোসেন ধ্রুব

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার আফিফ। এই ফরম্যাটে অনেকদিন ধরেই নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। নিজের প্রতিভা দেখিয়ে ব্যাটিং অর্ডারেও খানিকটা প্রমোশন পেয়েছেন। এবার বড় আসরে নিজেকে মেলে ধরার পালা।

এখন নিয়মিতই পাঁচ নাম্বারে ব্যাট করছেন। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় শক্তি হতে পারেন আফিফ। নিজেদের প্রথম ম্যাচেও সেটা প্রমাণ করেছেন আফিফ। মিডল অর্ডারে ইনিংস বিল্ড আপের কাজটা খুব ভালো ভাবেই করছেন এই ব্যাটার। বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতেই আফিফের কাছ থেকে এটাই প্রত্যাশা থাকবে দলের।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link