More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ

দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকারের জোড়া হাফ সেঞ্চুরিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে সহজেই হারিয়েছে বাংলাদেশ। ব্যাটসম্যানরা সহজ জয় এনে দিলেও ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জয়ের বড় কৃতিত্ব দিয়েছেন বোলারদের। আর এই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া বাংলাদেশ দল।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বড় স্কোর গড়ার পথেই ছিল জিম্বাবুয়ে। এক পর্যায়ে আট ওভারেই ৭৪ রান তুলে ফেলেছিল স্বাগতিকরা। কিন্তু এরপরই সফরকারী বোলাদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারের আগেই অলআউট হয়ে মাত্র ১৫২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। তাই ম্যাচ শেষে মাহমুদউল্লাহ প্রশংসা করেছেন বোলারদের।

মাহমুদউল্লাহ বলেন, ‘বোলাররা দ্রুত উইকেট নিয়েছিল এবং তারা খারাপ অবস্থান থেকে আমাদের ভালো একটা জায়গাতে নিয়ে এসেছিল। উইকেট একই রকম ছিল ও আমরা আমাদের ব্যাটিং গভীরতা ব্যবহার করতে চেয়েছিলাম। আমি আশা করি আমরা একই ধারাবাহিকতা ধরে রাখবো এবং আমরা আগামীকালও ভালো খেলবো।’

ads

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে বলে অনবদ্য পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার। বল হাতে এক উইকেট শিকার করার পর ব্যাট হাতে ৪৫ বলে ৫০ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন পরিকল্পনা অনুযায়ী খেলেই সফল হয়েছেন তিনি।

সৌম্য বলেন, ‘আমি সবসময়ই মাঠে চেষ্টা করি, পরিকল্পনা অনুযায়ী বলের সাথে রান তুলতে। তবে আমি যদি ব্যাট হাতে ম্যাচ শেষ করতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। প্রথম দিকে তারা ভাল বোলিং করেছিল, তবে আমার সময় নেওয়া দরকার ছিল এবং এটিই শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত হয়েছিল।’

ভালো শুরু পেয়েও শেষ পর্যন্ত ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় রান করতে পারেনি জিম্বাবুয়ে। ম্যাচ শেষে অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন অন্তত ১৭০ রান করতে চেয়েছিলেন তারা। এছাড়া জিম্বাবুয়ের বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের তেমন পরিক্ষা নিতে না পারায় রাজা মনে করেন বোলিং নিয়ে দীর্ঘ পরিকল্পনা করতে হবে তাদের।

রাজা বলেন, ‘আমরা ১৭০ এর বেশি রান করতে চেয়েছিলাম। আমরা ভালো কাজ করেছি তবে কার্যকর করতে পারিনি। আমি নিশ্চিত আমরা আগামীকাল আরো ভালো খেলবো। আমাদের বোলিং নিয়ে আরো দীর্ঘ পরিকল্পনা করতে হবে তাহলে জয় আসবে। ২০ ওভার ব্যাট করতে পারলেও আপত্তি করতাম না। আশা করি আগামীকাল নতুন বলে আমরা উইকেট পাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link