More

Social Media

Light
Dark

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর চূড়ান্ত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আগামি মার্চে আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। বুধবার (৯ ফেব্রুয়ারি) এক অফিসিয়াল বার্তায় গণমাধ্যমকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের সময়সূচি প্রকাশ করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। চারটি ভেন্যুতে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হলেও বাংলাদেশ দল জোহানেসবার্গে অবস্থান করবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।

ওয়ানডে তিনটি আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। যার জন্য বিষয়টিকে নিজেদের জন্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে আখ্যায়িত করেছে প্রোটিয়া বোর্ড। প্রথম ২ ওয়ানডে অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে। এরপর শেষ ওয়ানডেতে জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই দল। ১৮ই মার্চ সিরিজের প্রথম ওয়ানডের পর ২০ মার্চ দ্বিতীয় এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে।

৩১শে মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। ডারবানের হলউডবেটস কিংসমেডে সাদা পোশাকে মুখোমুখি হবে দুই দল। এবং সিরিজের শেষ টেস্টে ৮ এপ্রিল সেন্ট জর্জেস পার্কে মাঠে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

ads

ওমিক্রনের কারণে আফ্রিকার বিভিন্ন অঞ্চলেই বেশ কিছু বিষয়ের উপর আছে নিষেধাজ্ঞা। ওমিক্রন ঠেকাতে কঠোর বিধিনিষেধ পালন করা হচ্ছে আফ্রিকার বিভিন্ন দেশেই। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজেও বেশ নিয়মকানুন বেঁধে দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে এখন পর্যন্ত বিসিবি কিংবা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা থেকে কোয়ারেন্টাইন ইস্যু বা জৈব সুরক্ষা বলয় নিয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে বিসিবির সেই অফিসিয়ালসের মতে এক স্থানে থেকেই চারটি ভেন্যুতে ম্যাচ খেলবে বাংলাদেশ। বিস্তারিত কিছু না জানালেও নিশ্চিতভাবেই কমপক্ষে তিনদিনের কোয়ারেন্টাইন পালন করবে হবে খেলোয়াড়দের।

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আফগানিস্তান সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকায় উড়াল দিবে বাংলাদেশ। আফগানিস্তান সিরিজের পরই দল ঘোষণা হবে দক্ষিণ আফ্রিকা সফরেরও!

জানিয়ে রাখা ভাল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে তিন ফরম্যাটে মিলিয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেললেও এর কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ!

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি

  • প্রথম ওয়ানডে- ১৮ মার্চ, সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ান
  • দ্বিতীয় ওয়ানডে- ২০ মার্চ, ইম্পেরিয়াল ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ
  • তৃতীয় ওয়ানডে- ২৩ মার্চ, সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ান
  • প্রথম টেস্ট – ৩১ মার্চ-৪ এপ্রিল, হলিউডবেটস কিংসমেড, ডারবান
  • দ্বিতীয় ও শেষ টেস্ট – ৮ এপ্রিল-১২ এপ্রিল, সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট গ্রাউন্ড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link