More

Social Media

Light
Dark

আরেকটি টেস্ট হারের অপেক্ষা!

চট্টগ্রামের উইকেট ব্যাটিং স্বর্গ। এমনটাই শোনা যাচ্ছিল ম্যাচ শুরু হবার আগে থেকে। এমনকি প্রথম দিনের খেলা শেষেও বাংলাদেশ দল উইকেট নিয়ে আশাবাদী ছিল। তবে চেতেশ্বর পূজারা জানিয়েছিলেন উইকেটটা খুব একটা সহজ না। ৩৫০ রান করতে পারলেই ভালো অবস্থায় থাকবে ভারত।

পূজারার কথা অক্ষরে অক্ষরে মিলেছে। বাংলাদেশের ব্যাটাররা চট্টগ্রামের উইকেটে রীতিমত আত্মসমর্পন করেছেন। অবশ্য এখানে উইকেটের যতটা না দোষ তার চেয়ে অনেক বেশি ব্যাটারদেরই। কেউই নিজেদের উইকেটের পুরো সম্মানটা দিতে পারেননি।

ফলে দ্বিতীয় দিন শেষে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রনে ভারত। পূজারা জানিয়েছিলেন প্রথম ইনিংসে করতে চান ৩৫০ রান। তবে ভারতের শেষ ব্যাটাররা তার চেয়েও বেশিই করেছেন। নিজেদের প্রথম ইনিংস ভারত থেমেছে ৪০৪ রানে। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুজনই নিয়েছেন চারটি করে উইকেট।

ads

আজ সকালে রবীচন্দ্রণ অশ্বিন করেছেন ৫৮ রান। তাঁর সাথে কুলদীপ যাদব খেলেছেন ৪০ রানের ইনিংস। ওদিকে জবাব দিতে নেমে শুরু থেকেই দিশেহারা বাংলাদেশ। বাংলাদেশের হয়ে আজ ওপেন করেছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। এই টেস্টেই অভিষেক হওয়া জাকির হাসান ফিরেছেন ২০ রান করেই। ওদিকে নাজমুল হোসেন শান্ত মেরেছেন গোল্ডেন ডাক।

ওদিকে মুশফিকুর রহিম, লিটন দাসরা শুরু পেলেও তা ধরে রাখতে পারেননি। ৩০ বলে ২৪ রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন লিটন দাস। ওদিকে ৫৮ বলে ২৮ করেছেন মুশফিকুর রহিম।  এছাড়া অধিনায়ক সাকিব আল হাসান ফিরে গিয়েছেন তিন রান করেই।

উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান দ্রুত গতির একটা শুরু পেলেও বড় করতে পারেননি নিজের ইনিংস। ২২ বলে ১৬ রান করেই থেমে যায় তাঁর ইনিংস। কুলদীব যাদব একাই আজ তুলে নিয়েছেন ৪ উইকেট। ওদিকে মোহাম্মদ সিরাজ পেয়েছেন তিনটি উইকেট।

সব মিলিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১৩৩ রান। একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে মেহেদী হাসান মিরাজ অপরাজিত আছেন ১৬ রান করে। তাঁর সাথে আরেক প্রান্তে আছেন এবাদত হোসেন।

ফলে দ্বিতীয় দিন সকালে বাংলাদেশ তাকিয়ে থাকবে মিরাজের দিকেই। মিরাজও নিশ্চয়ই ভারতের সাথে রানের ব্যবধান কমানোর চেষ্টা করবে। তবে দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের হাতের বাইরে। আরও স্পষ্ট করে বললে ভারতের বিপক্ষে আরেকটি টেস্ট হারের অপেক্ষা।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link