More

Social Media

Light
Dark

আর্জেন্টিনাকে বাংলাদেশে আনতে পারছে না বাফুফে

আর্জেন্টিনা-বাংলাদেশের ফুটবলীয় প্রেমটা দীর্ঘদিনের। সেই দিয়াগো ম্যারাডোনা আশির দশকে বাংলাদেশের মানুষদের মনে যে ফুটবলীয় প্রেমের জন্ম দিয়েছিলেন সেই প্রথম গত কয়েক দশক ধরে কমেনি একটুও। এতদিন সেই প্রেমটা এক পাক্ষিক হলেও কাতার বিশ্বকাপ চলাকালীন অবশেষে সেই প্রেমের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা।

বিশ্বকাপ চলাকালীন বিপুল সমর্থনের জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল আর্জেন্টাইন সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার পর্যায় থেকেও। সেই প্রেমের স্বীকৃতিস্বরূপ দীর্ঘদিন পর বাংলাদেশে আর্জেন্টাইন দূতাবাসও চালু হয়েছে। এখন আসছে জুনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার আগ্রহও প্রকাশ করেছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

বাংলাদেশের মাটিতে মেসি-আলভারেজদের মাঠ মাতাতে দেখতে যেন তর সইছিল না বাংলাদেশের মানুষের। তবে বাংলাদেশের ফুটবল প্রেমীদের সেই আশায় গুড়ে বালিই পড়লো এক প্রকার। মাঠ ও অন্যান্য সুযোগ সুবিধা প্রস্তুত করতে না পারায় এ বছর বাংলাদেশে আর্জেন্টিনার ম্যাচ আয়োজনে অপারগতা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ads

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য ম্যাচ আয়োজনের কথা ছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এছাড়া বাংলাদেশের আর কোনো স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মত অবস্থাও নেই। সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। সেই সংস্কার কাজ সহসাই শেষ হবার কোনো লক্ষণ নেই। তাই আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার সুযোগও নেই বাফুফের।

জুনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার ফাঁকা সময়ে বিভিন্ন দেশে গিয়ে খেলার প্রস্তাব থাকলেও বাংলাদেশের মাটিতেই খেলতে বেশি আগ্রহী ছিল আলবিসেলেস্তেরা। বাংলাদেশের মাটিতে খেলার জন্য বিভিন্ন জায়গায় খেলার প্রস্তাব নাচকও করেছে তারা। কিন্তু বাফুফে পর্যাপ্ত প্রস্তুত না হওয়ায় তারা আর্জেন্টিনার ম্যাচ আয়োজন করতে অপারগতার কথা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে।

গতকালই বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিন জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম আগামী বছরের আগে প্রস্তুত হচ্ছে না। এটাই যদি হয় তাহলে আর্জেন্টিনাকে এনে খেলাব কোথায়। বিষয়টা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছি।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর কাজ এখনো শুরু করতে পারেনি বাফুফে। গ্যালারিতে নতুন করে চেয়ার বসানোর কথা থাকলেও তা এখনো শুরুই হয়নি। শেড লাগানোর কাজও চলছে ধীর গতিতে। তাই আগামী ১০-১২ জুনের ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের উইন্ডোর আগে মাঠ প্রস্তুত করা এক প্রকার অসম্ভবই বলা যায়। আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার জন্য অর্থ সংগ্রহ করতে একটি প্রতিষ্ঠান কাজও শুরু করেছিল।

কিন্তু শেষ পর্যন্ত বাফুফে প্রস্তুত হতে না পারায় মেসিদের আর বাংলাদেশে আসা হচ্ছে না। তবে এর আগেও আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে বাংলাদেশ। মালয়েশিয়ার মাটিতে ১৯৮৩ সালের সেই ম্যাচে আর্জেন্টিনা একাদশের কাছে ৫-২ গোলে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল করেছিলেন শেখ মোহাম্মদ আসলাম ও আশরাফুদ্দিন চুন্নু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link