More

Social Media

Light
Dark

চাপের সময় মাঠ ছাড়বেন বাবর আজম!

ব্যাট হাতে বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি বাবর আজমের। তবে অধিনায়ক হিসেবে স্বস্তিতেই আছেন তিনি – পরপর দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ওপরের দিকে অবস্থান করছে তাঁর দল। কিন্তু বাবরকে নেতৃত্বের আসল পরীক্ষা দিতে ভারত, অস্ট্রেলিয়ার মত বড় দলগুলোর বিপক্ষে।

আর এসব ম্যাচে দল চাপে পড়লে সাময়িক সময়ের জন্য মাঠ ছাড়তে পারেন পাকিস্তানি কাপ্তান এমনটাই ধারণা করছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সাকলাইন মুশতাক।

ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করার সময় অ্যালিস্টেয়ার কুককে এমনটা করতে দেখেন তিনি। যখনই ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করতো দল, তখন ড্রেসিংরুমে চলে আসতেন কুক, এরপর কথা বলতেন টিম ম্যানেজম্যান্টের সঙ্গে – সবার পরামর্শে নতুন করে সাজাতেন নিজের গেমপ্ল্যান।

ads

এ ব্যাপারে মুশতাক বলেন, ‘আমি যখন ইংল্যান্ড দলের সাথে কাজ করছিলাম, তখন আমরা অ্যালিস্টেয়ার কুককে বলেছিলাম যে যখনই সে চাপে থাকবেন তখন যেন মাঠে থেকে চলে আসে। এরপর ম্যানেজম্যান্টের সাথে তাঁর অনুভূতি এবং পরিকল্পনা নিয়ে আলোচনা বলতে হবে।’

তিনি আরো যোগ করেন, ‘কুক আবার মাঠে ফিরে গেলে দেখা যেত কোচিং স্টাফদের সাথে আলোচনা যেকোনো ফরম্যাটেই ম্যাচের গতিপথ পরিবর্তন করতে সাহায্য করছে।’

আগামী ম্যাচগুলোতে বাবর আজমের কৌশল নিয়ে কথা বলতে গিয়ে এসব বলেন এই পাকিস্তানি তারকা। বাঁ-হাতি ইংলিশ ব্যাটারের মত প্রায় একই পদ্ধতি পাক অধিনায়ক অনুসরণ করতে পারেন বলেই বিশ্বাস তাঁর।

এই সাবেক স্পিনারের মতে, ম্যাচের মধ্যে সাময়িক বিরতি নিয়ে কোচিং স্টাফদের সাথে গেমপ্ল্যান নিয়ে আলোচনা করা বেশ প্রয়োজনীয়। এতে পরিকল্পনাগুলো পুরোপুরি স্পষ্ট হয় এবং অনেক সময় নতুন নতুন কৌশল জানা যায়।

তিনি বলেন যে, ‘আমার মনে হয় সামনের ম্যাচগুলোতে যখনই পাকিস্তান কঠিন অবস্থায় থাকবে তখন মাঠ থেকে উঠে আসবে বাবর। এসময় সে কোচিং স্টাফদের সাথে কথা বলবে। তাছাড়া ড্রেসিংরুম থেকে বার্তা পাঠানো একজন অধিনায়ককে দুর্বল করে, তাই ক্যাপ্টেন মাঠ থেকে উঠে আসা তুলনামূলক ভাল পদ্ধতি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link