More

Social Media

Light
Dark

পিএসএলে ইতিহাস, বিশ্বের শীর্ষে বাবর!

রেকর্ড তাঁর নিত্যদিনের সঙ্গী। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মঞ্চেও চিত্রায়িত হলো সেই একই চিত্র। রবিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেয়া ২০৭ রান তাড়া করতে নেমে ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন বাবর আজম। আর তাতেই তিনি ছুঁয়েছেন নতুন একটি মাইলফলক। পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মালিক এখন এ ব্যাটার।

অনন্য এই রেকর্ড গড়তে ৮০ ইনিংস লেগেছে বাবরের। ৪৪.৮৩ গড়ে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। এর মধ্যে এক সেঞ্চুরির বিপরীতে ২৯টি অর্ধশতক রয়েছে তাঁর। রেকর্ড করার দিনে অবশ্য তাঁর দল জয় পায়নি। কোয়েটার কাছে ১৬ রানে হেরেছে বাবরের পেশোয়ার।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ বলেই ফিফটি হাঁকান ডানহাতি এই ব্যাটার। তবে বাবরের ৬৮ রানের দুর্দান্ত ইনিংসের পরও গ্ল্যাডিয়েটরদের ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়া করতে পারেননি পেশোয়ার।

ads

অবশ্য পিএসএলের মঞ্চে সর্বোচ্চ রানের এই দৌড়ে বাবরের ধারের কাছেও কেউ নেই। তিন হাজার রানের মাইলফলক তো দূরে থাক এখন পর্যন্ত আড়াই হাজার রানের গণ্ডিই কেউ টপকাতে পারেনি। বাবরের পর ৭৮ ম্যাচ ২৩৮৭ রান নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ফখর জামান। ৮২ ইনিংসে ২১৩৫ রান করেছেন ৪১ বছর বয়সী শোয়েব মালিক।

আর এই পিএসএল দিয়েই দুই হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ৬২ ইনিংসে এ উইকেটরক্ষক ব্যাটার ২০৫০ রান নিয়ে রয়েছেন চার নম্বরে। সেরা চারের বাইরে পঞ্চম নামটাও একজন উইকেটরক্ষক ব্যাটারের।

৭৪ ইনিংসে ১৯৭২ রান করেছেন কামরান আকমল। চলতি পিএসএলে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে এখন দুই হাজার রানের মাইলফলক ছোঁয়ার পথে রয়েছেন রাইলি রুশো। প্রোটিয়া এ ব্যাটার এখন পর্যন্ত ৭২ ইনিংসে করেছেন ১৮৯৯ রান।

করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭২ রানের ইনিংসে দলকে জেতাতে না পারলেও আরও একটি অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন বাবর আজম। স্বীকৃত টি২০ তে সবথেকে কম ইনিংসে দশ হাজার রানের রেকর্ড এখন বাবরের দখলে। ২৭১ ইনিংসে দশ হাজারি ক্লাবে প্রবেশের সময় বাবর পেছনে ফেলেছেন গেইল, কোহলি কিংবা ওয়ার্নারের মত মহাতারকাদের।

তালিকার ২ নম্বরে থাকা ক্রিস গেইল দশ হাজার রান করতে নিয়েছিলেন ২৮৫ ইনিংস। দ্রুততম দশ হাজার রানের ৩ ও ৪ নম্বরে থাকা কোহলি এবং ওয়ার্নারের লেগেছিলো যথাক্রমে ২৯৯ ও ৩০৩ ইনিংস।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link