More

Social Media

Light
Dark

ভারতের বিপক্ষে পাকিস্তানের চূড়ান্ত একাদশ

নেপালের বিপক্ষে ২৩৮ রানের জয় দিয়ে এবারে এশিয়া কাপে শুরুটা দুর্দান্তই করেছে পাকিস্তান। তবে বাবর আজমদের মূল লড়াইয়ের অপেক্ষা ফুরোচ্ছে তো একদিন বাদেই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যান্ডিতে তাদের প্রতিপক্ষ  চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

এমনিতে নেপালের বিপক্ষে জয়ের পর সুপার ফোর যাত্রায় এক পা দিয়েই রেখেছে পাকিস্তান। তবে চিরবৈরী ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত এ ম্যাচটি ঘিরে সব সময়ই উত্তেজনা থাকে তুঙ্গে। দুটি দেশের খেলোয়াড়দের শরীরী ভঙ্গিমাতেও থাকে ছাড় না দেওয়ার মানসিকতা।

প্রশ্ন হচ্ছে, ভারতের বিপক্ষে ক্ল্যাসিক এ লড়াইয়ে পাকিস্তান কি তাদের একাদশকেই মাঠে নামাবে? ম্যাচের আগের দিনই ভারতের বিপক্ষে খেলতে একাদশ ঘোষণা করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ads

বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানকে অবশ্য খুব কমবারই উইনিং কম্বিনেশন ভাঙতে দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে, ভারতের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে পাকিস্তান। যদিও দলটির ওপেনার ফখর জামান রয়েছেন কিছুটা অফফর্মে। তবে, চলতি এশিয়া কাপে ফখরের উপরেই ভরসা রাখবে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

ব্যাটিং অর্ডারে এরপরের অবস্থানগুলো অবশ্য প্রত্যাশিতভাবেই অপরিবর্তিত থাকছে। তিনে খেলবেন বাবর আজম, আর চারে মোহাম্মদ রিজওয়ান। আগের ম্যাচে ফিফটি মিস করলেও চার নম্বরে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন রিজওয়ান।

তবে মিডল অর্ডারে আগা সালমানের জায়গায় একাদশে ঢুকতে পারতেন সৌদ শাকিল। মূলত ভারতের বাঁ-হাতি স্পিনারদের জন্য সৌদ শাকিলকে বিবেচনা করা হচ্ছিল। যদিও, শেষ অবধি সেটা হয়নি।

বোলিং ইউনিটে অবশ্য কন্ডিশন বিবেচনায় একটি পরিবর্তন আসতে পারে। ক্যান্ডিতে বরাবরই মেঘলা আবহাওয়া থাকে। তাই এক স্পিনার কমিয়ে, পেস বোলিং অলরাউন্ডার আসতে পারেন একাদশে। সে ক্ষেত্রে মোহাম্মদ নওয়াজের জায়গায় একাদশে দলে ঢুকে যেতে পারতেন ফাহিম আশরাফ। যদিও সেটা হয়নি।

বোলিং ইউনিটে এ ছাড়া বাকি জায়গা গুলো অপরিবর্তিতই থাকছে। শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ পেসত্রয়ী আর শাদাব খানের লেগস্পিনের মিশেলেই দল সাজাবে পাকিস্তান।

  • ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link