More

Social Media

Light
Dark

ব্যাটে-বলে চট্রগ্রামের দাপুটে জয়

উইল জ্যাকস, বেনি হাওয়েলদের ব্যাটিং দাপটের পর মৃত্যুঞ্জয় চৌধুরীর হ্যাটট্রিকে সিলেট সানরাইজার্সকে ১৬ রানে হারিয়েছে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স। বৃথা যায় এনামুল হক বিজয়ের বীরত্ব।

২০৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দলীয় ৯ রানেই লেন্ডল সিমন্সকে হারায় সিলেট। তবে দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয় ও কলিন ইনগ্রামের ১১২ রানের অনবদ্য জুটিতে ম্যাচে জয়ের আশা জাগায় সিলেট। একপ্রান্তে এনামুল তুলে নেন দুর্দান্ত এক ফিফটি।

এরপর ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ফিফটির দেখা পান ইনগ্রামও। দলীয় ১২১ রানে ৩৭ বলে ৫০ রানে ইনগ্রাম ফিরলে পরের ওভারেই আউট হন আলাউদ্দিন বাবুও! টানা দুই উইকেট হারিয়ে তখন চাপের মুখে সিলেট। একপ্রান্তে তখনো থিতু বিজয়, সাথে যোগ দেন রবি বোপারা।

ads

শেষ ৫ ওভারে দরকার ছিলো ৬৮ রান। সেখান থেকে ৩ ওভারে দরকার ৪৮ রানের। দলীয় ১৬৪ রানে ৪৭ বলে ৩ ছক্কা ও ৯ চারে ৭৮ রানে এনামুল হক ফিরলে অনেকটাই চাপে পড়ে সিলেট। পরের বলেই গোল্ডেন ডাকে মোসাদ্দেক ফিরলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় সিলেট।

টানা দুই বলে দুই উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। পরের বলেই রবি বোপারাকে দুর্দান্ত এক ইয়োর্কারে বোল্ড করে এবারের আসরের প্রথম হ্যাট্রিক শিকার করেন মৃত্যুঞ্জয়।

শেষ ওভারে জয়ের জন্য সিলেটের দরকার ছিলো ২৪ রান! শেষ পর্যন্ত ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চট্রগ্রাম।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উইল জ্যাকসের ব্যাটে উড়ন্ত সূচনা করে চট্রগ্রাম। ওপেনিং জুটিতেই আসে ৬২ রান। মাত্র ১৮ বলেই ফিফটি তুলে নেন জ্যাকস। দলীয় ৬২ রানে ব্যক্তিগত ১৯ বলে ৫২ রানে জ্যাকস আউট হলে প্রথম উইকেট হারায় চট্রগ্রাম। দ্রুতই ফিরেন কেনার লুইসও।

তৃতীয় উইকেটে আফিফ হোসেন ও সাব্বির রহমান মিলে যোগ করেন ৪৭ রান। এরপর দলীয় ১১৩ রানে ব্যক্তিগত ৩১ রানে সাব্বির ফিরলেও আফিফের ব্যাটে দ্রুত রান এগোতে থাকে। দলীয় ১৩৭ রানে ব্যক্তিগত ২৮ বলে ৩৮ রানে আফিফ আউট হলে শুরু হয় হাওয়েল ঝড়।

হাওয়েলের ২১ বলে ৩ ছক্কা ও ২ চারে ৪১ রানের ক্যামিওর সাথে শেষদিকে ৪ বলে ২ ছক্কায় মেহেদী মিরাজের ১৩ রানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান সংগ্রহ করে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স।

  • সংক্ষিপ্ত স্কোর

চট্রগ্রাম চ্যালেঞ্জার্স – ২০২/৫ (২০ ওভার); জ্যাকস ৫২(১৯), হাওয়েল ৪১(২১)*, আফিফ ৩৮(২৮); বোপারা ৪-০-২৩-১, মোসাদ্দেক ৪-০-২৫-১, গাজি ২-০-১৮-১।

সিলেট সানরাইজার্স – ১৮৬/৬ (২০ ওভার); এনামুল ৭৮(৪৭), ইনগ্রাম ৫০(৩৭), বোপারা ১৬(১২) ; মৃত্যুঞ্জয় ৪-০-৩৩-৩, নাসুম ৪-১-১৮-২, মিরাজ ৩-০-৩১-১।

ফলাফল: চট্রগ্রাম চ্যালেঞ্জার্স ১৬ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link